স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৪০ দিন পর কমে ২ লক্ষের নিচে, এখন ১ লক্ষ ৯৬ হাজার

সুস্পষ্টভাবে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২
দৈনিক আক্রান্তের হার বর্তমানে ৯.৫৪ শতাংশ
দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ১৮-৪৪ বছর বয়সী ব্যক্তিদের ১২ লক্ষ ৮২ হাজার টিকার ডোজ; যা গত ১ মে থেকে সর্বাধিক

Posted On: 25 MAY 2021 3:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মে, ২০২১

কোভিড মহামারীর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে আরও একটি ইতিবাচক সাফল্য হিসেবে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ৪০ দিন পর কমে ২ লক্ষের নিচে নেমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। উল্লেখ করা যেতে পারে, গত ১৪ এপ্রিল একদিনে আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২। গত ১০ মে থেকে লাগাতার সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে। এই প্রবণতা অব্যাহত থেকে গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৯৩৪টি কমেছে। দেশে মোট আক্রান্তের ৯.৬০ শতাংশ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত।
দেশে সুস্থতার সংখ্যা গত ১২ দিন আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি রয়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০। দেশে আজ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন। জাতীয় স্তরে সুস্থতার হার আরও বেড়ে হয়েছে ৮৯.২৬ শতাংশ।
এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২০ লক্ষ ৫৮ হাজার ১১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার মোট সংখ্যা ৩৩ কোটি ২৫ লক্ষ ৯৪ হাজার ১৭৬। দেশে আজ আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৯.৫৪ শতাংশ।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৭ লক্ষ ৭৯ হাজার ৩০৪ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬৭ লক্ষ ১৮ হাজার ৭২৩ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৫০ লক্ষ ৭৯ হাজার ৯৬৪ জন কর্মী প্রথম ডোজ এবং ৮৩ লক্ষ ৫৫ হাজার ৯৮২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও ১৮-৪৪ বছর বয়সী ১ কোটি ১৯ লক্ষ ১১ হাজার ৭৫৯ জন প্রথম ডোজ পেয়েছেন। একইভাবে, ৪৫-৬০ বছর বয়সী ৬ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ৪৮৪ জন প্রথম ডোজ এবং ৯৯ লক্ষ ১৫ হাজার ২৭৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অপরদিকে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ৬৯ লক্ষ ১৫ হাজার ৮৬৩ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৮৩ লক্ষ ১৩ হাজার ৬৪২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৮-৪৪ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে ১২ লক্ষ ৮২ হাজার সুফলভোগী টিকার ডোজ পেয়েছেন, যা গত ১ মে থেকে এযাবৎ সর্বাধিক।
 
CG/BD/DM


(Release ID: 1721568) Visitor Counter : 221


Read this release in: English