ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

সোনার গহনার ওপর হলমার্কিং ১৫ জুন থেকে শুরু হচ্ছে

Posted On: 24 MAY 2021 12:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ মে, ২০২১

সোনার গহনার ওপর হলমার্কিং আগামী ১৫  জুন থেকে পুনরায় শুরু হচ্ছে। করোনা জনিত পরিস্থিতিতে স্বর্ণ ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পূর্বে স্থির হয়েছিল যে, আগামী ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
স্বর্ণ শিল্পের সমস্যা এবং তা সমাধানের জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর মহানির্দেশক শ্রী প্রমোদ তেওয়ারি এই কমিটির আহ্বায়ক। এছাড়াও ওই কমিটির মধ্যে থাকছেন উপভোক্তা বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব শ্রীমতি নিধি খারে এবং জুয়েলারি অ্যাসোসিয়েশনস, স্বর্ণব্যবসায়ী এবং হলমার্কিং সংস্থার প্রতিনিধিরা।
এই উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেন, ভারতের স্বর্ণালঙ্কার বিশ্বের সেরা মানদণ্ডে থাকবে। গ্রাহকরাও এবার হলমার্ক দেওয়া সোনা ক্রয় করতে পারবেন। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং উপভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে এই ওয়েবিনারের আয়োজন করা হয়। যেখানে স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস- এর অধীনে স্বর্ণ শিল্প প্রতিষ্ঠানগুলি হলমার্ক যুক্ত গহনা বিক্রয় করার জন্য নিবন্ধ ভক্ত রয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর বিধি অনুযায়ী যা ১৪-০৬-২০১৮ থেকে কার্যকর করা হয়েছে। হলমার্ক যুক্ত সোনার গহনা গ্রাহক এবং ব্যবসায়ী দু'পক্ষকেই বিভ্রান্তি থেকে বাঁচাবে। যদিও বর্তমানে ভারতীয় সোনার গহনার মধ্যে কেবলমাত্র ৩০ শতাংশ হলমার্ক যুক্ত।
শ্রী গোয়েল তাঁর ভাষণে সমন্বয় কমিটির গঠন মূলক পরামর্শগুলি বাস্তবায়িত করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
সোনার গহনা খাঁটি কিনা তা নিরূপণের জন্য হলমার্কের প্রয়োজন।
দেশে গত পাঁচ বছরে অ্যাসেয়িঙ এন্ড হলমারকিং সেন্টারের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫৪ থেকে ৯৪৫ হয়েছে। তবে বর্তমানে ৯৪০ টি কার্যকর রয়েছে। এই কেন্দ্রগুলি থেকে দিনে ১৫০০টি দ্রব্য হলমার্ক  করা যায়। বছরে এদের হলমার্কিং করার ক্ষমতা ১৪ কোটি দ্রব্য। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে ভারতে প্রায় ৪ লক্ষ জুয়েলার্স রয়েছে। এরমধ্যে ৩৮৮৮৯ টি জুয়েলার্স ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা প্রত্যায়িত হয়েছে।

CG/ SB

 


(Release ID: 1721495) Visitor Counter : 188


Read this release in: English