ভূ-বিজ্ঞানমন্ত্রক

ধীরে ধীরে ক্রমশই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপটি এবং ২৪ মে সকালের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে ও তার পরের ২৪ ঘণ্টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে

Posted On: 23 MAY 2021 10:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ মে, ২০২১

ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘনিভূত নিম্নচাপটি আজ বেলা সাড়ে ১১টার সময় পোর্ট ব্লেয়ারের উত্তর-উত্তর পশ্চিমের ৫৬০ কিলোমিটার, পারাদ্বীপের পূর্ব-দক্ষিণ পূর্বের ৫৯০ কিলোমিটার, বালাসোরের দক্ষিণ-দক্ষিণ পূর্বের ৬৯০ কিলোমিটার এবং দীঘার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
এটি ধীরে ধীরে উত্তর-উত্তর-পশ্চিম দিকে ক্রমশই অগ্রসর হচ্ছে এবং ২৪ মে সকালে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তার পরের ২৪ ঘণ্টার মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পর অতি প্রবল ঘূর্ণিঝড়টি ২৬ মে সকালে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলের কাছে পৌঁছবে। এটি খুব সম্ভবত ২৬ মে সন্ধ্যেবেলায় অতিপ্রবল ঘূর্ণিঝড় রূপে উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গের মধ্যে পারাদ্বীপ এবং সাগর দ্বীপের ওপর দিয়ে বয়ে যাবে।
এর জেরে ২৫ মে থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, কলকাতায় অতি ভারী বৃষ্টি হতে পারে। নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ মে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পঙ, জলপাইগুড়ি, সিকিমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূল অঞ্চলে সমুদ্র উত্তাল থাকবে। এমনকি উপকূলে বড়ো ঢেউ আছড়ে পড়তে পারে। ২৩ ও ২৪ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এক থেকে দু মিটার পর্যন্ত সমুদ্রের ঢেউ উঠতে পারে। ২৪ মে সন্ধের পর থেকে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল অঞ্চলে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৫ মে সন্ধ্যায় ঝড়ের গতিবেক বেড়ে প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার হতে পারে। ২৬ মে সন্ধ্যায় এই গতিবেগ আরও বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে।
উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আপাতত মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে। যারা পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধড়তে গেছেন তাদের দ্রুত উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

CG/SS/SKD



(Release ID: 1721175) Visitor Counter : 145


Read this release in: English