আয়ুষ

আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে "যোগ চর্চা করুন ঘরে থাকুন" শীর্ষ পাঁচটি ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে

प्रविष्टि तिथि: 23 MAY 2021 5:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ মে, ২০২১

আন্তর্জাতিক যোগ দিবস কে সামনে রেখে আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে যোগ ব্যায়ামের উপর পাঁচটি ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে। বিষয়- "যোগ চর্চা করুন ঘরে থাকুন"। দেশের পাঁচটি নামী সংস্থার সহযোগিতায় প্রথম ওয়েবিনারটি হবে ২৪ মে। এই ওয়েবিনারে মূলত বর্তমান সংকটের মধ্যে শক্তি অর্জন করার উপর গুরুত্বারোপ করা হবে। কোভিড জনিত পরিস্থিতিতে যোগ ব্যায়ামের কার্যকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সেইজন্য এইসব ওয়েবিনার গুলিতে সাধারণের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আর্ট অফ লিভিং- সংস্থা প্রথম ওয়েবিনারটির আয়োজন করেছে। বিকেল পাঁচটা থেকে এটি শুরু হবে। এই সংস্থার আন্তর্জাতিক ফ্যাকাল্টি স্বামী পূর্ণ চৈতন্যজী এর সূচনা করবেন। ওয়েবিনারের বক্তা হিসেবে রয়েছেন আয়ুষ মন্ত্রকের যুগ্ম-সচিব শ্রী পি এন রঞ্জিত কুমার, মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা-র অধিকর্তা ডক্টর ঈশ্বর ভি বাসবরেড্ডি।
প্রতিটি ওয়েবিনার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
অন্য চারটি ওয়েবিনার যে চারটি সংস্থার মাধ্যমে পরিচালিত হবে তার মধ্যে রয়েছে, যোগা ইনস্টিটিউট, কৃষ্ণমাচারিয়া যোগা মন্দির, আরাম ধ্যানযোগ এবং কৈবল্যধাম যোগা ইনস্টিটিউট।
আর্ট অফ লিভিং সংস্থাটি একটি অলাভজনক শিক্ষা ও মানবহিতৈষী সংস্থা। ১৯৮১ সালে আধ্যাত্বিক শিক্ষক শ্রী শ্রী রবি শংকর এই সংস্থাটি স্থাপন করেন।
মুম্বাইয়ের সান্তাক্রুজের যোগা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ১৯১৮ সালে। শ্রী যোগেন্দ্র জী এর প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বাস করতেন যে যোগ জীবনের একটি ধারা।
১৯৭৬ সালে কৃষ্ণমাচারি যোগ মন্দির থিরুমালাই কৃষ্ণমাচারি ভেঙ্কট দেশিকাচার দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটিও একটি অলাভজনক দাতব্য সংস্থা।
মুনি প্রাণময় সাগর কর্তৃক প্রতিষ্ঠিত হয় আরাম ধ্যানযোগ সংস্থা। অন্যদিকে মুম্বাইয়ে অবস্থিত কৈবল্যধাম একটি যোগা বিশ্ববিদ্যালয়।

CG/ SB

 


(रिलीज़ आईडी: 1721081) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English