ভূ-বিজ্ঞানমন্ত্রক
২১ মে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত অঞ্চল ছাড়াও সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, অন্ধপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ও ইনাম, রায়লসিমা এবং দক্ষিণ কর্ণাটক, কেরালা ও মাহেতে ২৪ মে ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু সহ পুদুচেরি, করাইকল, কেরালা এবং মাহের কয়েকটি স্থানে
Posted On:
21 MAY 2021 6:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মে, ২০২১
জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী আজ ২১ মে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া যার গতি ঘন্টায় ৪০- ৫০ কিলোমিটার হতে পারে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি স্থানে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, বিহার, ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, মেঘালয়, তেলেঙ্গানা, রায়লসিমা এবং কেরালা ও মাহেতে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে উত্তরাখণ্ড, পাঞ্জাব, বিদর্ভ, ছত্রিশগড়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সমুদ্রতীরবর্তী অন্ধ্রপ্রদেশ, ইনাম, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং লাক্ষাদ্বীপে।
২২ মে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, যা ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিম রাজস্থানে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তেলেঙ্গানা, রায়লসিমা, কেরালা এবং মাহেতে। এর পাশাপাশি বিহার, অন্ধপ্রদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চল, ইনাম, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল ও লাক্ষাদ্বীপেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
২৩ মে, ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিম রাজস্থান, কেরালা, মাহে ছাড়াও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, সমুদ্র উপকূলবর্তী অন্ধপ্রদেশ, ইনাম, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি সহ করাইকল ও লাক্ষাদ্বীপে।
২৪ মে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপ সমূহ ছাড়াও বিক্ষিপ্তভাবে মধ্য মহারাষ্ট্র, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইনাম, তেলেঙ্গানা, রায়লসিমা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং লাক্ষাদ্বীপে।
২৫ মে, একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার, বয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপ সমূহ, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, সমুদ্র উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়লসিমা, সমুদ্র উপকূলবর্তী কনাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং লাক্ষাদ্বীপে।
মৎস্যজীবীদের এই সময় সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
CG/SB
(Release ID: 1720662)
Visitor Counter : 198