স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ১৫ জুন পর্যন্ত টিকার ডোজ সরবরাহের আগাম তথ্য দিচ্ছে রাজ্যগুলিকে কোভিড টিকাকরণ এবং এ সংক্রান্ত তথ্য প্রচারের জন্য জেলাওয়াড়ি এবং কোভিড টিকাকরণ কেন্দ্র-ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের পরামর্শ

Posted On: 19 MAY 2021 5:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মে, ২০২১

জাতীয় স্তরে সম্প্রসারিত ও ত্বরান্বিত কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি গত ১ মে থেকে রূপায়িত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি প্রতি মাসে ভারত সরকারকে বিভিন্ন টিকা উৎপাদক সংস্থার কাছ থেকে মাসিক ভিত্তিতে ৫০ শতাংশ টিকা সংগ্রহ করে তা রাজ্যগুলিকে সরবরাহ করছে। রাজ্য সরকারগুলিকে সরবরাহকৃত টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। ভারত সরকার আগে থেকেই বিনামূল্যে টিকা সরবরাহের নীতি অনুসরণ করে চলেছে। এছাড়াও, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রদেয় ৫০ শতাংশ টিকা বাদে বাকি ৫০ শতাংশ টিকা সরাসরি উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে তারা সংগ্রহ করতে পারে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মাসিক-ভিত্তিতে দুটি পর্যায়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রদেয় টিকার আগাম তথ্য দিয়ে আসছে। এমনকি, রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলি টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে টিকা সংগ্রহের পরিমাণ সম্পর্কিত তথ্যও আগাম জানিয়ে আসছে। স্বয়ং প্রধানমন্ত্রী গতকাল কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে রাজ্য ও জেলাস্তরীয় আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ের সময় টিকার যোগানের বিষয়টির কথা বিশেষভাবে উল্লেখ করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড টিকার ডোজ সরবরাহের বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও একবার চিঠি দিয়েছে। চলতি মে মাসে যে পরিমাণ টিকা সরবরাহ করা হবে তা আগাম জানিয়ে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হল, টিকাকরণের পরিকল্পনা প্রণয়ন করা এবং চাহিদা মেটাতে অতিরিক্ত টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা।
কেন্দ্রীয় সরকারের আগাম তথ্য অনুযায়ী, ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময়ে পর্যায়ক্রমে মোট ৫ কোটি ৪৬ লক্ষ ২৯ হাজার টিকার ডোজ বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করা হবে। এদিকে টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী আগামী জুন মাসের শেষ নাগাদ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ৪ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার টিকার ডোজ সরাসরি সংগ্রহ করতে পারবে। এই প্রেক্ষিতে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের সফল রূপায়ণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জেলাওয়াড়ি কোভিড টিকাকরণ কেন্দ্র-ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে। টিকাকরণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতার জন্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারাভিযান চালাতে বলা হয়েছে। রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিকেও আগাম কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্মে টিকাকরণ সম্পর্কিত দিনক্ষণ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
টিকাকরণ কেন্দ্রগুলিতে টিকা গ্রহীতাদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এই ব্যবস্থা গ্রহণের পরামর্শ। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও বলা হয়েছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য টিকাকরণের ব্যাপারে কো-উইন প্ল্যাটফর্মে আগাম অ্যাপয়েনমেন্টের ব্যাপারে সচেতন করতে হবে। আগামী ১৫ জুন পর্যন্ত কোভিড টিকাকরণের পরিকল্পনা প্রস্তুত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ থেকে শারীরিক দিক থেকে দুর্বল ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি হাতিয়ার হিসেবে চলতি টিকাকরণ প্রক্রিয়ার ওপর নিয়মিতভাবে নজর রাখা হচ্ছে এবং সমগ্র প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

CG/BD/DM



(Release ID: 1719944) Visitor Counter : 213


Read this release in: English