স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড ত্রাণ সহায়তা সম্পর্কিত সবশেষ তথ্য
Posted On:
16 MAY 2021 8:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মে, ২০২১
ভারতের প্রতি সৌজন্যবোধ ও সহমর্মিতার নিদর্শন হিসেবে আন্তর্জাতিক মহল চলতি কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় ভারত সরকারকে সহায়তা করছে। উল্লেখ করা যেতে পারে গত ২৭শে এপ্রিল থেকে ভারত আন্তর্জাতিক সহায়তা এবং কোভিড-১৯ চিকিৎসা ত্রাণ সামগ্রী পেয়ে আসছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠনের কাছ থেকে পাওয়া এই সমস্ত ত্রাণ সামগ্রী ও চিকিৎসা উপকরণগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের প্রয়াস আরও জোরদার করতে সরবরাহ করা হয়ে আসছে।
ভারত আন্তর্জাতিক মহলের কাছ থেকে এখনও পর্যন্ত ১১ হাজার ৫৮টি অক্সিজেন কনসেনট্রেটর, ১৩ হাজার ৪৯৬টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৭ হাজার ৩৬৫টি ভেন্টিলেটর/বাইপ্যাপ যন্ত্র, ৫ লক্ষ ৩০ হাজার রেমডেসিভির ভায়াল সড়ক ও বিমানযোগে রাজ্যগুলিকে সরবরাহ করেছে।
ভারত গত শুক্র ও শনিবার কাজখস্তান, জাপান, সুইজারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও ব্রিটেনের কাছ থেকে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫০০টি ভেন্টিলেটর/বাইপ্যাপ/সিপ্যাপ, ৩০০টি অক্সিজেন সিলিন্ডার, ৪০ হাজার রেমডেসিভির সহ মাস্ক ও প্রটেক্টটিভ বা সুরক্ষামূলক উপকরণ সাহায্য হিসেবে পেয়েছে। আন্তর্জাতিক মহলের কাছ থেকে পাওয়া এই ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই অনেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মহলের কাছ থেকে পাওয়া কোভিড ত্রাণ সামগ্রী দ্রুত বন্টন ও যথাযথ সরবরাহ এক ধারাবাহিক প্রক্রিয়া। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড ত্রাণ সামগ্রীর সুষ্ঠু বন্টন ও সরবরাহের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিয়মিত ভাবে সমগ্র ব্যবস্থার ওপর নজর রাখছে। ত্রাণ সামগ্রী তদারকির কাজে স্বাস্থ্য মন্ত্রক একটি স্বতন্ত্র সমন্বয় সেল গঠন করেছে। এই সেল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ত্রাণ সামগ্রীর সরবরাহ ও বন্টনে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। উল্লেখ করা যেতে পারে, স্বাস্থ্য মন্ত্রক ত্রাণ সামগ্রী সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য গত ২ মে আদর্শ কার্য পরিচালন বিধি জারি করে।
CG/BD/AS
(Release ID: 1719195)
Visitor Counter : 180