খনিমন্ত্রক

কোভিড-১৯ দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় খনি মন্ত্রকের রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি প্রয়াস আরও জোরদার করেছে

Posted On: 16 MAY 2021 8:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ মে, ২০২১

কোভিড মাহামারীজনিত উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সমস্ত মন্ত্রক ও দপ্তর নিরন্তর কাজ করে চলেছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় খনি মন্ত্রকের রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি অগ্রভাগে থেকে পরিস্থিতির মোকাবিলা করছে। বিশেষ কোভিড পরিষেবা কেন্দ্র স্থাপনে আর্থিক মদতের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়ন তথা গণটিকাকরণের ক্ষেত্রে মন্ত্রকের রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি কোভিড-১৯ দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় নিরন্তর কাজ করে চলেছে।
ন্যাশনাল অ্যালুমিনিয়াম কম্পোনি লিমেটেড বা ন্যালকো ওড়িশার কোরাপুটে শহীদ লক্ষ্মণ নায়েক হাসপাতালে স্বতন্ত্র কোভিড কেয়ার সেন্টারের জন্য ১ কোটি ১৬ লক্ষ টাকা দান করেছে। এছাড়াও, রাজ্যের অঙ্গুল জেলায় বারনারপলে ইএসআই হাসপাতালে কোভিড কেয়ার সেন্টারের জন্য মাসিক ব্যয় মেটাতে প্রায় ৩০ লক্ষ টাকা দিয়েছে। জাতীয় স্তরের রাষ্ট্রায়ত্ব এই অ্যালুমিনিয়াম সংস্থাটি তার সমস্ত উৎপাদন ইউনিট এবং কারখানা সংলগ্ন আবাসনগুলিতে ব্যাপক স্যানিটাইজেশন অভিযান গ্রহণ করছে।
রাষ্ট্রায়ত্ব এই সংস্থাটি ওড়িশা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে ভেন্টিলেটর সমন্বিত দুটি অ্যাম্বুলেন্স সংগ্রহে ১ কোটি ১৬ লক্ষ টাকা সাহায্য দিয়েছে। ভূবনেশ্বরে পৌর হাসপাতালে দুটি ডিজিটাল এক্সরে মেশিন সংগ্রহের জন্য আর্থিক সাহায্য দিয়েছে। এছাড়াও, রাষ্ট্রায়ত্ব এই সংস্থাটি প্রবাসী শ্রমিক ও দিনমজুরদের কল্যাণে শুকনো রেশন সামগ্রী সরবরাহ করেছে।
হিন্দুস্তান কপার লিমিটেডের হাসপাতালগুলিকে অক্সিজেন সাপোট সহ মাল্টি বেডেড কোভিড সেন্টারে পরিণত করা হয়েছে। হিন্দুস্তান কপার লিমিটেডের অধীন খেত্রী কপার কমপ্লেক্সের পক্ষ থেকে রাজস্থান সরকারের ব্লক মুখ্য চিকিৎসা আধিকারিককে অক্সিজেন ভর্তি সিলিন্ডার সহ ফ্লোমিটার, টিউব, মাস্ক ও পালস অক্সিমিটার যন্ত্র দান করা হয়েছে। এছাড়াও, ঝাড়খন্ডের ঘাটশিলায় ইন্ডিয়ান কপার কমপ্লেক্সে সংস্থার কর্মচারী ও স্থানীয় মানুষের জন্য ৩০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার চালু করা হয়েছে। রাজ্য প্রশাসনের সঙ্গে সহযোগিতায় হিন্দুস্তান কপার লিমিটেডের উৎপাদন ইউনিটগুলিতে নিয়মিত ভিত্তিতে টিকাকরণ অভিযান আয়োজন করা হচ্ছে।
খনিজ অনুসন্ধান নিগম লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় কর্ণাটকে ধারওয়াদ জেলায় অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য আর্থিক সহায্য দিয়েছে। স্থানীয় মানুষের মধ্যে কোভিড-১৯ আদর্শ আচরণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য ব্যানার ও ফ্লেক্সের মাধ্যমে প্রচারাভিযান চালানো হচ্ছে।
উল্লেখ করা যেতে পারে, খনি মন্ত্রকের রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি কোভিড-১৯ প্রথম ঢেউয়ের সময় পরিস্থিতি মোকাবিলায় সম্মুখভাগে থেকে যথাসম্ভব সাহায্য করেছে। রাষ্ট্রায়ত্ব সংস্থা ন্যালকো কোভিড-১৯ ত্রাণ তহবিলে ১০ কোটি ২০ লক্ষ টাকা দান করেছে। সংস্থার কর্মচারীরা একদিনের বেতন বাবদ ২ কোটি ৬০ লক্ষ টাকা পিএম কেয়ারস তহবিলে দান করেছেন। এমনকি, ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও কর্মীরা তাঁদের বেতন থেকে ১ দিনের অর্থ জমা করে ২ কোটি ৬০ লক্ষ টাকা দান করেছেন। একইভাবে, খনিজ অনুসন্ধান নিগম লিমিটেডের কর্মীরা তাঁদের একদিনের বেতন বাবদ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল এবং পিএম কেয়ারস তহবিলে ২ কোটি টাকা দান করেছেন। রাঁচির জেলাশাসককে সংস্থার পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স দান করা হয়েছে। নাগপুর শহর এবং সংলগ্ন এলাকায় দুঃস্থ ও প্রান্তিক মানুষের জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতায় খনিজ অনুসন্ধান নিগম লিমিটেড খাবারের প্যাকেট সরবরাহ করেছে।

CG/BD/AS


(Release ID: 1719194) Visitor Counter : 172


Read this release in: English