ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

এনএফএসএ/পিএম-জিকেওওয়াই ৩-এর আওতায় সুরক্ষিতভাবে নির্ধারিত সময়ে খাদ্যশস্য বিতরণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ন্যায্যমূল্যের দোকান সপ্তাহে সারাদিন বেশি সময় ধরে খোলার অনুমতি দিতে পরামর্শ

Posted On: 16 MAY 2021 6:16PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৬ মে, ২০২১

কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউন চলছে। এর ফলে ওইসব রাজ্যে ন্যায্যমূল্যের দোকানগুলি খোলার সময় কমে যেতে পারে। খাদ্য ও গণবন্টন দপ্তর এ কারণে ১৫ই মে এক নির্দেশিকায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে তারা যাতে ন্যায্যমূল্যের দোকান বেশি সময় ধরে খুলে রাখে এবং সম্ভব হলে মাসের প্রতিটি দিনই এইসব দোকান যাতে খোলা থাকে তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর ফলে এনএফএসএ/পিএম-জিকেওওয়াই ৩-এর সুবিধাভোগীরা সারাদিন ধরে তাদের সুবিধামতো সময়ে যথাযথ শারীরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য কোভিড বিধি মেনে তাদের বরাদ্দ খাদ্যশস্য নিতে পারবেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করা হয়েছে বিভিন্ন বাজার খুলে রাখার যে সময় নির্ধারিত হয়েছে তার থেকে এইসব দোকানগুলিকে ছাড় দেওয়া হোক।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএম-জিকেওওয়াই ৩)এর আওতায় মে এবং জুন মাসে গত বছরের মতো প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি চাল বা গম বিনামূল্যে দেওয়া হবে। এর ফলে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় অন্ত্যোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউস হোল্ডার্স শ্রেণীভুক্ত প্রায় ৮০ কোটি সুবিধাভোগী উপকৃত হবেন।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/may/doc202151621.pdf

CG/CB /NS



(Release ID: 1719149) Visitor Counter : 181


Read this release in: English