বিদ্যুৎমন্ত্রক
কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তিক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়েছে
प्रविष्टि तिथि:
16 MAY 2021 5:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মে, ২০২১
কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তার প্রতিটি কর্মীর কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি, সাধারণ মানুষের সহযোগিতায় বহুমুখী কৌশল গ্রহণ করেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি একযোগে ২০০টিরও বেশি জায়গায় কোভিড কেয়ার সেন্টার স্থাপন করেছে। এই পরিষেবা কেন্দ্রগুলি সংস্থার কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের কোভিড চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে আইসোলেশন সেন্টার হিসেবে কাজ করছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির গড়ে তোলা এই কোভিড পরিচর্যা কেন্দ্রগুলিতে অক্সিজেনের সুবিধা সহ স্বল্প উপসর্গ-বিশিষ্ট রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানের বন্দোবস্ত করা হয়েছে। এর ফলে, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলির ওপর অতিরিক্ত রোগীর বোঝা কমানো সম্ভব হচ্ছে। মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আইসোলেশন সেন্টার স্থাপনের পাশাপাশি জাতীয় রাজধানী অঞ্চলের বিভিন্ন জায়গায় মাস্ক, স্যানিটাইজার বিতরণ করছে। এমনকি, অক্সিজেনের সুযোগ-সুবিধা সম্বলিত শয্যা এবং টিকাকরণ শিবিরের আয়োজন করছে। সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের অঙ্গ হিসেবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহের পাশাপাশি অক্সিজেন উৎপাদন ইউনিট স্থাপন করছে। এমনকি, মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পক্ষ থেকে পিএম কেয়ার্স তহবিলে ৯২৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
জাতীয় জলবিদ্যুৎ নিগম কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনে ৪১ লক্ষ ৮৯ হাজার টাকা সহায়তা দিচ্ছে। জাতীয় তাপবিদ্যুৎ নিগম লিমিটেড ইতিমধ্যেই জাতীয় রাজধানী অঞ্চলে ১১টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট সহ দুটি বৃহদায়তন অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট গড়ে তোলার বরাত দিয়েছে। এছাড়াও এই তাপবিদ্যুৎ সংস্থাটি বিভিন্ন রাজ্যে আরও আটটি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট গড়ে তুলছে।
একইভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা আরইসি লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে পুণে ডালভি হাসপাতালে ১৫০ কিলোভোল্ট ক্ষমতাবিশিষ্ট জেনারেটর প্ল্যান্ট সহ প্রতি মিনিটে ১,৭০০ লিটার অক্সিজেন সরবরাহকারী জেনারেটর প্ল্যান্ট স্থাপন করেছে। এছাড়াও, উত্তরাখণ্ডের উধমসিং নগরের রুদ্রপুরে পণ্ডিত রামসুমার শুল্কা স্মৃতি গভর্নমেন্ট মেডিকেল কলেজটিকে কোভিড চিকিৎসাকেন্দ্রে রূপান্তরিত করতে সাহায্য করেছে। এই চিকিৎসাকেন্দ্রে ৩৬টি আইসিইউ ওয়ার্ড সহ ৩০০টি রোগী শয্যা রয়েছে।
মন্ত্রকের এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি উত্তরাখণ্ডের পিথোরাগড়ের আরও সাতটি জায়গায় অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনে সাহায্য করছে। রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে রাজস্থানের জয়সলমীর এবং হরিয়ানার গুরুগ্রামে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপনে সাহায্য করছে।
CG/BD/DM
(रिलीज़ आईडी: 1719117)
आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English