রেলমন্ত্রক

ভারতীয় রেল ৬০০০টি রেল স্টেশনে ওয়াইফাই সুবিধা চালু করেছে

Posted On: 16 MAY 2021 5:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ মে, ২০২১

ভারতীয় রেল ৬০০০টি রেলওয়ে স্টেশনে ওয়াইফাই সুবিধা চালু করেছে । ভারতীয় রেল যাত্রী ও সাধারণ মানুষকে ডিজিটাল ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করতে দেশের দূরবর্তী রেল স্টেশনগুলিতে এই ওয়াইফাই সুবিধা চালু করেছে ।
পূর্ব রেলের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাধ ডিভিশনের হাজারিবাগ জেলার আওতায় হাজারিবাগ টাউন স্টেশনে ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে । এই নিয়ে শনিবার পর্যন্ত ভারতীয় রেলের ৬০০০টি স্টেশনে ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে । ভারতীয় রেল ২০১৬ সালের পয়লা জানুয়ারী মুম্বাই রেল স্টেশনে প্রথম ওয়াইফাই সুবিধা চালু করে । এরপর পশ্চিমবঙ্গের মেদিনীপুর রেল স্টেশনে ৫০০০-তম ওয়াইফাই সুবিধা চালু করা হয়। এরপর এই হাজারিবাগে ৬০০০-তম রেল স্টেশনে ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে । এছাড়াও এই একই দিনে ওড়িশা রাজ্যের অঙ্গুল জেলার জারাপদা স্টেশনে ওয়াইফাই সুবিধা চালু করা হয় ।
রেল স্টেশনগুলিতে ওয়াইফাই সুবিধা চালু করার মধ্যে দিয়ে ভারত সরকার ডিজিটাল ভারত কর্মসূচির লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে । এরফলে গ্রাম ও শহুরে নাগরিক পরিষেবার মধ্যে ডিজিটাল ব্যবধান কমে আসবে । পাশাপাশি গ্রামগুলি ডিজিটাল ভারতের পথে আরও একধাপ এগিয়ে যাবে । দেশের মোট ৬০০০টি স্টেশনে যে ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে এরমধ্যে পশ্চিমবঙ্গের ৪৯৮টি রেলস্টেশন রয়েছে।

CG/SS/RAB



(Release ID: 1719116) Visitor Counter : 163


Read this release in: English