বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
মিশন কোভিড সুরক্ষার আওতায় কোভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর জন্য সরকারের সহায়তা
Posted On:
15 MAY 2021 7:02PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৫ মে, ২০২১
মিশন কোভিড সুরক্ষার আওতায় কেন্দ্র দেশীয় কোভিড টিকা উদ্ভাবন ও উৎপাদনের কাজে সাহায্য করছে। কেন্দ্রের জৈব প্রযুক্তি দপ্তরের অধীনস্থ বায়ো-টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসটেন্স কাউন্সিল এই প্রকল্প রূপায়ণ করছে। আত্মনির্ভর ভারতের তৃতীয় পর্যায়ে কোভিড সুরক্ষা মিশনে কোভ্যাকসিন উৎপাদন বাড়াতে বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যাতে সেপ্টেম্বরের মধ্যে প্রতি মাসে ১০ কোটি টিকার ডোজ উৎপাদন করা যায়।
পরিকল্পনা অনুযায়ী হায়দ্রাবাদের ভারত বায়োটেক লিমিটেড তার উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে। এর জন্য ভারত বায়োটেকের ব্যাঙ্গালোরের কারখানায় ৬৫ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।
মহারাষ্ট্র সরকারের অধীনস্থ সংস্থা হফকিন বায়ো ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন লিমিটেডকে ৬৫ কোটি টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এর ফলে এই সংস্থা প্রতি মাসে ২ কোটি টিকা উৎপন্ন করবে। ন্যাশনাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ডের অধীনস্থ সংস্থা হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড ৬০ কোটি টাকা এবং জৈব প্রযুক্তি দপ্তরের অধীনস্থ ভারত ইমিউনোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল লিমিটেড ৩০ কোটি টাকা অনুদান পেতে চলেছে। এর ফলে মাসে আরো ১ থেকে দেড় কোটি টিকা উৎপাদন হবে। গুজরাট বায়ো টেকনোলজি রিসার্চ সেন্টার এবং হেস্টার বায়ো সায়েন্সেস ও ওমনি বিআরএক্স ভারত বায়োটেকের সঙ্গে আলোচনা চালাচ্ছে। আলোচনা ফলপ্রসূ হলে ভারত বায়োটেক কোভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর করবে। এর জন্য আরও ২ কোটি টিকা প্রতি মাসে উৎপাদন করা যাবে।
CG/CB /NS
(Release ID: 1718876)
Visitor Counter : 285