স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড ত্রাণ সহায়তা সংক্রান্ত সর্বশেষ তথ্য

Posted On: 15 MAY 2021 6:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মে, ২০২১

ভারত সরকার চলতি কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে এক সার্বিক প্রয়াস গ্রহণ করে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছে। তাই, দেশে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে এবং সম্প্রতি আক্রান্তের সংখ্যা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ার দরুণ ভারত সরকার গত ২৭ এপ্রিল থেকে বিভিন্ন দেশ এবং সংগঠনের কাছ থেকে কোভিড-১৯ চিকিৎসা সংক্রান্ত ত্রাণ ও সহায়তা পেয়ে আসছে। আন্তর্জাতিক মহলের কাছ থেকে পাওয়া এই সমস্ত ত্রাণ সহায়তা ও সামগ্রী সুষ্ঠুভাবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বন্টনের জন্য ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এই লক্ষ্যে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর ত্রাণসামগ্রীর সুষ্ঠু ও দ্রুত সরবরাহে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে।
ভারত সরকার গত ২৭ এপ্রিল-১৪ মে পর্যন্ত সড়ক ও বিমানযোগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১০,৯৫৩টি অক্সিজেন কনসেনট্রেটর, ১৩,১৬৯টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৬,৮৩৫টি ভেন্টিলেটর / বাইপ্যাপ যন্ত্র এবং ৪ লক্ষ ৯০ হাজার রেমডেসিভির ভায়াল সরবরাহ করেছে / পাঠিয়েছে।
আন্তর্জাতিক মহলের কাছ থেকে ভারত গত ১৩ / ১৪ মে একাধিক চিকিৎসা ত্রাণসামগ্রী সহায়তা হিসেবে পেয়েছে। যে সমস্ত দেশের কাছ থেকে এই সাহায্য এসেছে তার মধ্যে রয়েছে – মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডা, দক্ষিণ কোরিয়া, ওমান, ব্রিটেন, জাপান প্রভৃতি।
এই সমস্ত চিকিৎসা ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে :
রেমডেসিভির : ৬৮,৮১০
টসিলিযুম্যাব : ১,০০০
ভেন্টিলেটর / বাইপ্যাপ / সিপ্যাপ : ৩৩৮
অক্সিজেন সিলিন্ডার : ৯০০
অক্সিজেন কনসেনট্রেটর : ১৫৭
আন্তর্জাতিক মহলের কাছ থেকে পাওয়া ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে দ্রুত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বন্টন এক চলতি প্রক্রিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিয়মিতভাবে এই সমস্ত ত্রাণসামগ্রী বন্টনের ওপর নজর রেখে চলেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ত্রাণসামগ্রী বন্টনে সমন্বয় বজায় রাখার জন্য মন্ত্রকের পক্ষ থেকে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করা হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে এই সেল কাজ করছে। এছাড়াও, মন্ত্রক গত ২ মে ত্রাণসামগ্রী সরবরাহের ক্ষেত্রে আদর্শ কার্যপরিচালন বিধি জারি করেছে।

CG/BD/DM



(Release ID: 1718868) Visitor Counter : 139


Read this release in: English