বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

নাগরিক জলসরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের কুর্নিশ জানালেন দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআই –এর অধিকর্তা

সিএসআইআর-সিএমইআরআই গত ৩ বছরে ৬০টি অনন্য জল পরিশ্রুত প্রযুক্তি এমএসএমই সংস্থাগুলিকে হস্তান্তর করেছে

Posted On: 14 MAY 2021 2:38PM by PIB Kolkata

কলকাতা,  ১৪ মে, ২০২১

 

ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নীতির মধ্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা এবং এ সংক্রান্ত প্রয়োজনী ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই জাতীয় জল নীতি অনুযায়ী, ‘নিরাপদ পানীয় জলের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া সামাজিক প্রয়োজন হিসেবে বিবেচনা করা উচিত’ বলে মত পোষণ করেন দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআই –এর অধিকর্তা অধ্যাপক (ডঃ) হরিশ হিরানী। তিনি বলেন, সিএসআইআর-সিএমইআরআই সাম্প্রতিক বেশ কয়েকটি বছরে দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পোদ্যোগ গুলিকে পরিশ্রুত জল সরবরাহ সংক্রান্ত প্রযুক্তি হস্তান্তর করেছে। তিনি এও জানান, বিগত তিন বছরে সিএসআইআর-সিএমইআরআই প্রায় ৬০টি অনন্য জল পরিশ্রুত প্রযুক্তি দেশের বিভিন্ন এমএসএমই সংস্থাকে হস্তান্তর করেছে। এর ফলে দেশে অগুণিত মানুষ উপকৃত হচ্ছেন। অধ্যাপক (ডঃ) হরিশ হিরানী এপ্রসঙ্গে জানিয়েছেন, ‘হাই ফ্লো রেট আয়রন রিমুভাল’ ব্যবস্থা বা ‘কমিউনিটি লেভেল ইমপ্রুফড আয়রন রিমুভাল’ ব্যবসথা জলে আগরিক লৌহ অপসারণ করে অক্সিজেন সমৃদ্ধিতে সাহায্য করেছে। এই প্রযুক্তি-ই বুধবার অসমের ট্যুরাস ইন্ডাস্ট্রিজ, স্বস্তিক অ্যাকোয়াটেক এবং গ্রেটার নয়ডার সিবিএস টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে হস্তান্তর করা হয়েছে।

সিএসআইআর-সিএমইআরআই –এর অধিকর্তা কথা প্রসঙ্গে এও জানান, অক্সিজেন সমৃদ্ধি প্রযুক্তিটিকেও ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে হস্তান্তর করা হয়েছে। এই প্রযুক্তিটি সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য এমএসএমই সংস্থাগুলিকে প্রয়াস চালানোর আর্জিও জানানো হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত এমএসএমই সংস্থাগুলির প্রতি আস্থা ব্যক্ত করে তিনি বলেন, এধরণের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি মানের উদ্যোগগুলি প্রতিদিন দু’ হাজার অক্সিজেন সমৃদ্ধি ইউনিট প্রস্তুত করতে সক্ষম হবে এবং শীঘ্রই ভারত অক্সিজেন সরবরাহ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। তাঁর এও অভিমত, আগামী দিনে এই অক্সিজেন সমৃদ্ধি ইউনিট বিদেশও রপ্তানি করতে পারবে এই সংস্থাগুলি। এমএসএমই সংস্থাগুলিতে অক্সিজেন প্রযুক্তি হস্তান্তর করার ফলে দেশে অক্সিজেন উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে এই সংস্থাগুলি অর্থনৈতিক প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

অধ্যাপক (ডঃ) হিরানী নাগরিক জল সরবরাহের সঙ্গে যুক্তি কর্মীদের কুর্নিশ জানিয়েছে তাঁদের ‘জল নায়ক’ আখ্যা দেন। তিনি বলেন, লকডাউন চলার সময়েও এই কর্মীরা নিরবচ্ছিন্নভাবে জলসরবরাহের কাজ চালিয়ে গেছে। অধ্যাপক (ডঃ) হিরানী এও বলেন, জল সরবরাহের মতো প্রাথমিক পরিষেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তা সুনিশ্চিত করতে এই কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, যুব সম্প্রদায়, স্টার্ট আপ এবং তরুণ উদ্যোপতিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআই –এর জল প্রতিশ্রুত প্রযুক্তি ওপর নানান দক্ষতা উন্নয়ন কর্মসূচির আয়োজন করছে, যা অসংখ্য তরুণ উদ্যোগপতিকে সাহায্য করছে। 

গ্রেটার নয়ডার সিবিএস টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের শ্রী সঞ্জয় সিএসআইআর-সিএমইআরআই –এর অক্সিজেন সমৃদ্ধি ইউনিটি গ্রহণ করে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিএসআইআর-সিএমইআরআই –এর ভেন্টিলেটর প্রযুক্তিকে ভিত্তি করে তাঁর ভেন্টিলেটর উৎপাদন কারখানা স্থাপন সম্পর্কে পরিকল্পনার কথাও এপ্রসঙ্গে জানান। 

আসামের ট্যুরাস ইন্ডাস্ট্রিজ-এর শ্রী অভীক কুমার শর্মা হাই ফ্লো রেট আয়রন বিমুভাল প্ল্যান্ট তৈরির জন্য যে প্রযুক্তি সিএসআইআর-সিএমইআরআই তাঁর কাছে হস্তান্তর করেছে সে বিষয়ে বক্তব্য রেখে এধরণের প্রযুক্তি অসমে জল থেকে আকরিক লৌহ অপসাকরণে যে যথেষ্ট সাহায্য করে তা জানান। 

অসামের স্বস্তিক অ্যাকোয়াটেক-এর শ্রী সুমন বাগচি বলেন, সিএসআইআর-সিএমইআরআই –এর কমিউনিটি লেভেল ইমপ্রুভড আয়রন রিমুভাল প্ল্যান্ট প্রযুক্তি হাতে পেয়ে তাঁরা অসমের এক হাজারটি আটটি অঙ্গনওয়ারি কেন্দ্রে এবং বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনের পরিকল্পনা নিয়েছেন।

 

SSS/SS/SKD/



(Release ID: 1718589) Visitor Counter : 255