স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড কর্মীগোষ্ঠীর সুপারিশের ভিত্তিতে কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান ৬-৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়েছে

Posted On: 13 MAY 2021 6:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০২১

ডঃ এল কে অরোরার সভাপতিত্বে কোভিড কর্মীগোষ্ঠী কোভিশিল্ড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান বর্তমান ৬-৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করার সুপারিশ করেছে। ব্রিটেন থেকে পাওয়া বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে ভারতে কোভিড-১৯ কর্মীগোষ্ঠী কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান ১২-১৬ সপ্তাহ করার বিষয়ে সম্মত হয়। অবশ্য, কোভ্যাক্সিন টিকার দুই ডোজের মধ্যে বর্তমান সময়ের ব্যবধানের কোনও পরিবর্তন করা হয়নি।
কোভিড কর্মীগোষ্ঠীর সদস্যদের মধ্যে রয়েছেন আইএনসিএলইন ট্রাস্ট্রের অধিকর্তা ডঃ এল কে অরোরা; পণ্ডিচেরীর জিপমার চিকিৎসা প্রতিষ্ঠানের ডায়রেক্টর তথা ডিন ডঃ রাকেশ আগরওয়াল; ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের অধ্যাপক ডঃ গগনদীপ কং; ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ জে পি মুল্লিয়াল; নতুন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-টেকনলজি বিভাগের গ্রুপ লিডার ডঃ নবীন খান্না; নতুন দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনলজির অধিকর্তা ডঃ অমূল্য পান্ডা এবং ভারত সরকারের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডঃ ভি জি সোমানি।
কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠী কোভিশিল্ড টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানোর ব্যাপারে কোভিড কর্মীগোষ্ঠী যে সুপারিশ করেছে তা গ্রহণ করেছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠীর বৈঠক গতকাল নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কোভিড কর্মীগোষ্ঠীর প্রস্তাব গৃহীত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকও কোভিশিল্ড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করার জন্য কোভিড কর্মীগোষ্ঠীর সুপারিশ গ্রহণ করেছে।

CG/BD/DM



(Release ID: 1718351) Visitor Counter : 247


Read this release in: English