নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
আইআরইডিএ-র “গ্রীণ উর্জা অ্যাওয়ার্ড” পুরস্কার ভূষিত হল
Posted On:
11 MAY 2021 8:54PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১ মে, ২০২১
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি)পুনর্নবীকরণযোগ্য জ্বালানীর জন্য প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইন্ডিয়ান রিনিউএবেল এনার্জি লিমিটিড (আইআরইডিএ)-কে গ্রীণ উর্জা অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। আন্তর্জাতিক সৌর জোটের মহানির্দেশক ডঃ অজয় মাথুরের কাছ থেকে ভার্চুয়ালি আইআরইডিএ-র কর্ণধার শ্রী প্রদীপ কুমার দাস এই পুরস্কার গ্রহণ করেছেন। পরিবেশ বান্ধব জ্বালানীর জন্য আর্থিক সহায়তা দেওয়ার স্বীকৃতি হিসেবে আইআরইডিএ-কে এই পুরস্কার দেওয়া হল।
পুরস্কার গ্রহণ করে শ্রী দাস জানিয়েছেন প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানের সঙ্গে সাযুজ্য রেখে অপ্রচলিত শক্তির উন্নয়নে তাঁদের উদ্যোগকে এর মাধ্যমে স্বীকৃতি দেওয়া হল। তিনি কেন্দ্রীয় বিদ্যুৎ, নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানী মন্ত্রী শ্রী আর কে সিং-কে তাঁর পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়েছেন। মহামারীর সময়েও ২০২০-২১ সালে আইআরইডিএ ৮৮২৭ কোটি টাকা ঋণ হিসেবে বন্টন করেছে। এর মাধ্যমে এই সংস্থার সমস্যাকে সুযোগে পরিণত করার প্রয়াস প্রতিফলিত হয়েছে। আইআরইডিএ-র কর্ণধার কোভিড-১৯ মহামারীর প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় তাঁদের সংস্থার নানা উদ্যোগের কথা অনুষ্ঠানে জানিয়েছেন। কোভিড কেয়ার রেসপন্স টিম গঠন করে কোভিড সংক্রমিত রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সাহায্য করা হয়েছে। এরফলে ১১ই মে প্রাপ্ত তথ্য অনুযায়ী যখন সারা পৃথিবী এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছে তখন এই সংস্থার কোনো কর্মী বা তার পরিবার করোনায় সংক্রমিত নেই।
আইআরইডিএ গঠনের পর পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং জ্বালানী ব্যবহারের দক্ষতার বিভিন্ন প্রকল্পে এই সংস্থা আর্থিক সাহায্য করে আসছে। ইতিমধ্যেই ৯৬,৬০১ কোটি টাকার ঋণের প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ৬৩,৪৯২ কোটি টাকা দেওয়া হয়েছে। এর ফলে ১৭,৫৮৬ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে এই সংস্থার সহায়তা পাওয়া গেছে।
SC/CB /NS
(Release ID: 1717802)
Visitor Counter : 211