শিল্পওবাণিজ্যমন্ত্রক
শ্রী পীযূষ গয়াল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের সঙ্গে বৈঠক করলেন আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে
Posted On:
11 MAY 2021 8:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ মে, ২০২১
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গয়াল এবং বাণিজ্য দফতর ও ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড(ডিজিএফটি)-র বরিষ্ঠ আধিকারিকরা আজ বৈঠক করলেন এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে । শ্রী গয়াল রপ্তানিকারকদের উৎসাহব্যাঞ্জক কাজের জন্য অভিনন্দন জানান বিশেষ করে দুর্যোগের সময় । তিনি বলেন, ভারতের পণ্য রপ্তানি ২০২১-এর এপ্রিলে ছিল ৩০.২১ বিলিয়ন মার্কিন ডলার । ২০২০-র এপ্রিলের ১০.১৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৯৭.০৩ শতাংশ বেশি এবং ২০১৯-এর এপ্রিলের ২৬.০৪ বিলিয়ন ডলারের তুলনায় ১৬.০৩ শতাংশ বেশি । তিনি বলেন যে ২০২১-এর মে-র প্রথম সপ্তাহে রপ্তানি মূল্য ২০১৯-২০-র(৬.৪৮ বিলিয়ন ডলার) ওই একই সময়ের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি । তিনি বলেন যে পিওএল ব্যতীত রপ্তানি বরং আরও ভালো এবং এইসময়ে তা বেড়েছে ২০১৯-২০-র একই সময়ের তুলনায় ১৫ শতাংশ । তিনি বলেন যে ২০২১-র এপ্রিল এবং ২০২০-২১-এ রপ্তানির ছবি আশা যোগায় যে এবছরে ৪-শো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য পুরণ করা যাবে । ওষুধ, ইঞ্জিনিয়ারিং, গাড়ির যন্ত্রাংশ, মৎস্য এবং কৃষিপণ্যের মতো একাধিক ক্ষেত্রে রপ্তানি বাড়বার প্রভূত সম্ভাবনা আছে বলে তিনি জানান ।
অংশগ্রহণকারীদের তোলা বিভিন্ন বিষয়ে শ্রী গয়াল বলেন যে, তারা যেন কোভিড সংক্রান্ত পদক্ষেপের জন্য উদ্ভূত সমস্যা সমাধানে দফতরের কোভিড হেল্প ডেস্কে যোগাযোগ করেন । তিনি বলেন যে, বাণিজ্য দফতর রপ্তানিকারকদের বিভিন্ন বিষয়গুলি দ্রুত মীমাংসার জন্য অর্থমন্ত্রকের কাছে পেশ করেছে । যেমন-আরওডিটিইপি, এমইআইএস, ইনভারটেড শুল্ক কাঠামো ইত্যাদি । তিনি রপ্তানিকারকদের বিভিন্ন ক্ষেত্রের জন্য ঘোষিত উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বান জানান ।
CG/AP/RAB
(Release ID: 1717800)
Visitor Counter : 162