স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার, জেনারেশন প্ল্যান্ট এবং ৩.৪ লক্ষেরও বেশি রেমডেসিভির ভয়েল-এর মতো আন্তর্জাতিক সাহায্য পাওয়ার পর ভারত সরকার পূর্ণ সহযোগিতার অঙ্গ হিসেবে তৎপরতার সঙ্গে তা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করেছে

Posted On: 11 MAY 2021 4:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মে, ২০২১

আন্তর্জাতিক সহযোগিতার অঙ্গ হিসেবে ভারত ৮ হাজার ৯০০ অক্সিজেন কনসেনট্রেটর, ৫ হাজার ৪৩টি অক্সিজেন সিলিন্ডার, ১৮টি অক্সিজেন জেনারেশন প্ল্যন্ট, ৫ হাজার ৬৯৮টি ভেন্টিলেটর/বাই প্যাপ এবং ৩.৪ লক্ষেরও বেশি রেমডেসিভির ভয়েল সাহায্য পেয়েছে। এই আন্তর্জাতিক সাহায্যগুলি দ্রুততার সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে। সড়ক ও আকাশ পথে এই আন্তর্জাতিক সাহায্য যাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৎক্ষণাৎ পৌঁছে দেওয়া যায় তার জন্য কেন্দ্রীয় সরকার দ্রুত শুল্ক ছাড়ের ব্যবস্থা গ্রহণ করেছে।
দেশে টিকাকরণ পর্বের তৃতীয় পর্যায় মিলিয়ে মোট ১৭.২৭ কোটি কোভিড টিকা দেওয়া হয়েছে।
২৪ ঘণ্টায় মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে ৩০ হাজার ১৬-তে নেমে এসেছে, যা গত ৬১ দিনের তুলনায় সবচেয়ে কম। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের তুলনায় আরোগ্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এপর্যন্ত মোট ২৫ লক্ষ ১৫ হাজার ৫১৯টি টিকাকরণ পর্বের মাধ্যমে ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ লক্ষ ৬৪ হাজার ২৪২ জন স্বাস্থ্য কর্মীকে প্রথম ডোজ, ৬৫ লক্ষ ৫ হাজার ৭৪৪ জন স্বাস্থ্য কর্মীকে দ্বিতীয় ডোজ, ১ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৫৮ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৭৮ লক্ষ ৫৩ হাজার ৫১৪ জন প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী ২৫ লক্ষ ৫৯ হাজার ৩৩৯ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ৪৫ থেকে ৬০ বছর বয়সী ৫ কোটি ৫৫ লক্ষ ১০ হাজার ৬৩০ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ ও ৭১ লক্ষ ৯৫ হাজার ৬৩২ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০ বছরের বেশী বয়সী ৫ কোটি ৩৮ লক্ষ ৬ হাজার ২০৫ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ ও ১ কোটি ৫৬ লক্ষ ৬০ হাজার ৭০২ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
১০টি রাজ্যে টিকাকরণের হার ৬৬.৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৮ থেকে ৪৪ বছর বয়সী ৫ লক্ষ ২৪ হাজার ৭৩১ জন সুবিধাভোগীকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণ পর্বের তৃতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ২৫ লক্ষ ৫৯ হাজার ৩৩৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৭ হাজার ৯২ জনকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫ লক্ষেরও বেশি মানুষকে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণ পর্বের ১১৫ তম দিনে ২৫ লক্ষ ৩ হাজার ৭৫৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৫৪২টি টিকাকরণের পর্বের মাধ্যমে ১০ লক্ষ ৭৫ হাজার ৯৪৮ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ১৪ লক্ষ ২৭ হাজার ৮০৮ জন সুবিধাভোগীকে তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।
দেশে এপর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন। জাতীয় সুস্থতার হার ৮২.৭৫ শতাংশ। ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। ১০টি রাজ্যে আরোগ্য লাভের হার ৭২.২৮ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। ১০টি রাজ্যে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৬৯.৮৮ শতাংশ। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৩০৫ জন। মহারাষ্ট্রে ৩৭ হাজার ২৩৬ জন এবং তামিলনাড়ুতে ২৮ হাজার ৯৭৮ জন একদিনে আক্রান্ত হয়েছেন। ভারতে এপর্যন্ত সক্রিয় রোগীর হার ১৬.১৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। এর মধ্যে কর্ণাটকে ৫৯৬ এবং মহারাষ্ট্রে ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।

CG/SS/SKD



(Release ID: 1717674) Visitor Counter : 200


Read this release in: English