প্রতিরক্ষামন্ত্রক

কোভিড-১৯ –এর দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় বিমান ও নৌ বাহিনী সামনে থেকে কাজ করে চলেছে

Posted On: 10 MAY 2021 1:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মে, ২০২১

ভারতীয় বিমান ও নৌ বাহিনী বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ সহায়তায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই প্রয়াসের অঙ্গ হিসেবে ১০ মে পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫৩৪টি পণ্যবাহী বিমানে ৬ হাজার ৪২০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন ৩৩৬টি অক্সিজেন কন্টেনার এবং চিকিৎসা সরঞ্জাম নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। জামনগর, ভোপাল, চণ্ডীগড়, পানাগড়, ইন্দোর, রাঁচি, আগ্রা, যোধপুর, ভূবনেশ্বর, বেগমপেট, পুনে, সুরাট, রায়পুর, উদয়পুর, মুম্বাই, লক্ষ্ণৌ, নাগপুর, গোয়ালিয়র, বিজয়ওয়ারা, বড়োদা, ডিমাপুর এবং হিন্দন - এই শরহগুলিতে ভারতীয় বিমান বাহিনী অক্সিজেন কন্টেনার এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে।
এছাড়াও ভারতীয় বিমান বাহিনী ৮৪টি আন্তর্জাতিক পণ্যবাহী বিমানের মাধ্যমে ১ হাজার ৪০৭ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন ৮১টি ক্রায়োজনিক অক্সিজেন কন্টেনার, ১ হাজার ২৫২টি খালি অক্সিজেন সিলিন্ডার, ৭০৫টি অক্সিজেন কনসেনট্রেটর সহ চিকিৎসা সরঞ্জাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে নিয়ে এসেছে। মূলত এই সরঞ্জামগুলি সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং ইজরায়েল থেকে নিয়ে আসা হয়েছে।
‘দ্বিতীয় পর্যায়ে সমুদ্র সেতু’ অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় নৌ বাহিনীর আইএনএস ঐরাবত, আইএনএস ত্রিকান্দ এবং আইএনএস কলকাতা সিঙ্গাপুর, দোহা, কাতার, কুয়েত, বাহরিন-এর মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলি থেকে কোভিড-১৯ মোকাবিলায় জরুরি সরঞ্জামগুলি দেশে নিয়ে এসেছে। এর পাশাপাশি আইএনএস কোচি, আইএনএস তাবর, আইএনএস জলশওয়া এবং আইএনএস শার্দুল খুব শীঘ্রই বন্ধুত্বপূর্ণ দেশগুলি থেকে অক্সিজেন ট্যাঙ্কার, সিলিন্ডার সহ গুরুত্বপূর্ণ কোভিড-১৯ চিকিৎসা সামগ্রী দেশে নিয়ে আসবে।

CG/SS/SKD



(Release ID: 1717621) Visitor Counter : 189


Read this release in: English