প্রতিরক্ষামন্ত্রক

সিঙ্গাপুর, কুয়েত ও কাতার থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঐরাবত, কলকাতা ও ত্রিখন্ড চিকিৎসার জন্য ব্যবহৃত তরলীকৃত অক্সিজেন এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতে পৌঁছেছে

Posted On: 10 MAY 2021 11:46AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১০ মে, ২০২১

কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্য করার জন্য নৌবাহিনীর ‘সমুদ্র সেতু-২’ অভিযান চালাচ্ছে। এর অঙ্গ হিসেবে নিউ ম্যাঙ্গালোরে আইএনএস কলকাতা, মুম্বাইতে আইএনএস ত্রিখন্ড এবং বিশাখাপত্তনমে আইএনএস ঐরাবত ১০ মে এসে পৌঁছেছে।
‘সমুদ্র সেতু-২’ অভিযানে যে ৯টি জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ পূর্ব এশিয়ার বন্ধু রাষ্ট্রগুলি থেকে চিকিৎসার জন্য ব্যবহৃত তরলীকৃত অক্সিজেন এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতে আসছে তারই অঙ্গ হিসেবে এই তিনটি জাহাজ দেশে এসে পৌঁছেছে। বিশাখাপত্তনমে আইএনএস ঐরাবত ৮টি ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক, ৪ হাজার অক্সিজেন সিলিন্ডার সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম নিয়ে সিঙ্গাপুর থেকে এসেছে। মুম্বাইয়ে আইএনএস ত্রিখন্ড ৪০ মেট্রিক টন চিকিৎসার জন্য তরলীকৃত অক্সিজেন, ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে কাতারের হামাদ পোর্ট থেকে নিয়ে এসেছে। ভারতকে কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ফ্রান্সের অক্সিজেন সলিডারিডি ব্রিজ মিশনের আওতায় এগুলি কাতার থেকে নিয়ে আসা হয়েছে। নিউ ম্যাঙ্গালোর বন্দরে কাতার ও কুয়েত থেকে ৪০০ বোতল অক্সিজেন এবং ২৭ মেট্রিক টনের চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেনের ২টি কন্টেনার আইএনএস কলকাতা নিয়ে এসেছে। এই ৩টি জাহাজ দেশে পৌঁছানোর ফলে ভারতে অক্সিজেন সরবরাহ বাড়বে। আরও কিছু চিকিৎসা সরঞ্জাম নিয়ে কুয়েত থেকে ২টি জাহাজ এবং ব্রুনেই থেকে একটি জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে।

CG/CB/NS



(Release ID: 1717594) Visitor Counter : 129


Read this release in: English