শিল্পওবাণিজ্যমন্ত্রক

আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিষয়ে সমন্বয় এবং সমস্যা সমাধানের জন্য বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মহানির্দেশালয়ের পক্ষ থেকে কোভিড-১৯ হেল্প ডেস্ক করা হয়েছে

Posted On: 10 MAY 2021 7:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মে, ২০২১

কোভিড-১৯ অতিমারির প্রসারের পরিপ্রেক্ষিতে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মহা নির্দেশনালয় বা ডিজিএফটি একটি 'কোভিড-১৯ হেল্পডেস্ক' চালু করেছে। এটি ২০২১ এর ২৬শে এপ্রিল থেকে কাজ শুরু করেছে। যেখানে বাণিজ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যার বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে। শিল্প ও বাণিজ্য সংস্থাগুলি যাতে অস্বস্তিকর অবস্থার সম্মুখীন না হয় সেজন্যই এই হেল্পডেস্ক করা হয়েছে।
এই হেল্পডেস্কের মাধ্যমে বাণিজ্য দপ্তর এবং ডিজিএফটি, আমদানি ও রপ্তানির লাইসেন্স সংক্রান্ত বিষয় থেকে শুরু করে শুল্ক ছাড়পত্রের বিলম্বের কারণ, ব্যাংকিং ও শিপিং সংক্রান্ত বিষয়াদি বা পরিবহন অথবা বন্দর কেন্দ্রিক বিষয়গুলির ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে। এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ ও এজেন্সিগুলির বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হেলপডেস্কের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চালানো হচ্ছে তার মধ্যে রয়েছে-
অক্সিজেন কনসেনট্রেটরস/ অক্সিমিটার/ কোভিড সংক্রান্ত চিকিৎসা সরঞ্জাম।
লাইসেন্স ইন্সেন্টিভস বিষয়ক আবেদনপত্রের অবস্থা।
ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয় ও শিপিং বিলস, যা আরবিআই- ইডিপিএমএস সিস্টেমে প্রতিফলিত হয় না।
শুল্ক-কর এর ছাড়পত্র বিষয়ক।
ডকুমেন্টেশন সমস্যা বিষয়ক।
রপ্তানির বাধ্যবাধকতার বিষয়।
পরিবহন/ বন্দর/ জাহাজ ও বিমান সংক্রান্ত বিষয়।
গত ১৫ দিনের মধ্যে এই হেল্পডেস্কের সাহায্য চেয়ে ১৬৩ টি আবেদনপত্র জমা পড়েছে। যার মধ্যে ৭৮ আবেদনপত্রের ক্ষেত্রে সমস্যার নিষ্পত্তি করা হয়েছে।
গত ৬ মে পেট্রোলিয়াম এন্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন, পিইএসও- অনলাইনের মাধ্যমে আমদানির ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের সরলীকরণ করেছে। বিশেষত অক্সিজেন সিলিন্ডার এবং ক্রায়োজেনিক ট্যাঙ্কারের ক্ষেত্রে।
অক্সিজেন সিলিন্ডার ভারতে আমদানির ক্ষেত্রে বোর্ড অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং এসআইএমএস- এর ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।
বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মহা নির্দেশনালয় ডেটা আপডেটের বিষয়েও গুরুত্ব আরোপ করেছে, জাতীয় বৈদেশিক বাণিজ্য নীতির সুযোগ সংশ্লিষ্ট সংস্থা গুলি পেতে পারে।
অক্সিজেন উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য ভরতুকির বিষয়টিও উত্থাপন করা হয়েছে। এমনকি কর্নাটকের লকডাউনের বিষয়টি ও পোশাক তৈরি শিল্পের ওপর তার প্রভাব নিয়েও ডিজিএফটি গুরুত্ব আরোপ করেছে।
শিল্প সংস্থা গুলি কোভিড সংক্রান্ত বিষয়ে বাণিজ্য ক্ষেত্রে সহায়তার জন্য ডিজিএফটি-র ওয়েবসাইটে আবেদন করতে পারেন।
ওয়েবসাইটের নম্বর-
https://dgft.gov.in
ই-মেল নম্বর- dgftedi[at]nic[dot]in
কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন বিভাগ থেকে এ সংক্রান্ত কোন আবেদন পেলে তা শিল্প ও বাণিজ্য মন্ত্রক অগ্রাধিকারের ভিত্তিতে গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

SB/CG

 


(Release ID: 1717513) Visitor Counter : 209


Read this release in: English