অর্থমন্ত্রক
কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ টিকাদানের জন্য খরচের কোনো ব্যবস্থা করেনি এই তথ্যটি সম্পূর্ণ ভুল : অর্থমন্ত্রক
Posted On:
10 MAY 2021 5:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মে, ২০২১
“মোদী সরকারের টিকা তহবিলের বাস্তবতা : রাজ্যগুলির জন্য ৩৫ হাজার কোটি টাকা, কেন্দ্রের পক্ষে শূন্য” শীর্ষক এই শিরোনামে ‘দ্য প্রিন্ট’-এর সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ টিকাদানের খরচের জন্য কোনো ব্যবস্থা করেনি এই তথ্যটি সম্পূর্ণ ভুল।
‘রাজ্যগুলিকে হস্তান্তর’ এই শিরোনামে অনুদানের ৪০ নম্বরের আওতায় ৩৫ হাজার কোটি টাকা দেখানো হয়েছে। প্রকৃত পক্ষে এই অর্থের মাধ্যমেই কেন্দ্র টিকা সংগ্রহ করেছে এবং রাজ্যগুলিকে তা প্রদান করা হচ্ছে। এই অনুদানের জন্য বেশ কয়েকটি প্রশাসনিক সুবিধা রয়েছে। প্রথম, যেহেতু টিকাকরণের ব্যয় স্বাস্থ্য মন্ত্রকের কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রকল্পগুলির বাইরের খরচ হিসেবে ধরা হয়, তাই এই তহবিলের ওপর সহজেই নজরদারি ও পরিচালনা নিশ্চিত করা যায়। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য ত্রৈমাসিক ব্যয় নিয়ন্ত্রণ বিধিনিষেধ থেকেও এই অনুদানকে ছাড় দেওয়া হয়েছে। তাই এটি নিশ্চিত যে টিকাদান কর্মসূচিতে কোনো বাধা নেই। টিকা দেওয়ার জন্য অর্থ সরবরাহ করা হয় স্বাস্থ্য মন্ত্রকের মাধ্যমে। রাজ্যগুলিকে প্রদত্ত টিকাগুলি অনুদান হিসেবে দেওয়া হয় এবং রাজ্য সরকার এগুলির ওপর তদারকি করে থাকে।
সুতরাং, প্রতিবেদনে যেমন উল্লেখ করা হয়েছে, টিকা দেওয়ার জন্য অর্থের যোগানের ক্ষেত্রে “বাজেটের শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ নয়” - তা মোটেই ঠিক নয়। ‘রাজ্যগুলিকে হস্তান্তর’ এই শীর্ষক শিরোনাম থেকে কোনোভাবেই বোঝা যায় না, যে কেন্দ্রীয় সরকার টিকাকরণের ক্ষেত্রে কোনো অর্থ ব্যয় করবে না।
CG/SS/SKD
(Release ID: 1717451)
Visitor Counter : 182