স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার, জেনারেশন প্ল্যান্ট ও ৩ লক্ষেরও বেশি রেমডেসিভির ভয়েল-এর আন্তর্জাতিক সাহায্য পাওয়ার পর তা কোভিড-১৯ মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে

Posted On: 10 MAY 2021 3:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মে, ২০২১

আন্তর্জাতিক সহযোগিতার অঙ্গ হিসেবে ভারত ৬ হাজার ৭৩৮টি অক্সিজেন কনসেনট্রেটর, ৩ হাজার ৮৫৬টি অক্সিজেন সিলিন্ডার, ১৬টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৪ হাজার ৬৬৮টি ভেন্টিলেটর/বাই প্যাপ/সি প্যাপ এবং ৩ লক্ষেরও বেশি রেমডেসিভির ভয়েল সাহায্য পেয়েছে। এই আন্তর্জাতিক সাহায্যগুলি দ্রুততার সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে, যাতে তারা চিকিৎসা পরিকাঠামো ক্ষেত্রে উন্নতিসাধন করতে পারে। এই আন্তর্জাতিক সাহায্য যাতে সড়ক এবং আকাশ পথে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৎক্ষণাৎ পৌঁছে দেওয়া যায় তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দ্রুত শুল্ক ছাড়পত্রের ব্যবস্থা গ্রহণ করেছে।

দেশে কোভিড-১৯ টিকাকরণ প্রক্রিয়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লক্ষ্য করা গেছে। দেশজুড়ে টিকাকরণ অভিযানের তৃতীয় পর্ব মিলিয়ে এপর্যন্ত ১৭ কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে।

ভারত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দ্রুততার সঙ্গে ১৭ কোটি মানুষকে কোভিড টিকার ডোজ দিয়েছে। এক্ষেত্রে দেশ এক উল্লেখযোগ্য মাইলফলক লাভ করেছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৪ লক্ষ ৭০ হাজার ৭৯৯টি টিকাকরণ পর্বের মাধ্যমে মোট ১৭ কোটি ১ লক্ষ ৭৬ হাজার ৬০৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ লক্ষ ৪৭ হাজার ১০২ জন স্বাস্থ্য কর্মীকে প্রথম ডোজ, ৬৪ লক্ষ ৭১ হাজার ৩৮৫ জন স্বাস্থ্য কর্মীকে দ্বিতীয় ডোজ, ১ কোটি ৩৯ লক্ষ ৭২ হাজার ৬১২ জন প্রথম সারির কর্মীকে প্রথম ডোজ এবং ৭৭ লক্ষ ৫৫ হাজার ২৮৩ জন প্রথম সারির কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী ২০ লক্ষ ৩১ হাজার ৮৫৪ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ৪৫ থেকে ৬০ বয়সী ৫ কোটি ৫১ লক্ষ ৭৯ হাজার ২১৭ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ ও ৬৫ লক্ষ ৬১ হাজার ৮৫১ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০ বছরের বেশী বয়সী ৫ কোটি ৩৬ লক্ষ ৭৪ হাজার ৮২ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ ও ১ কোটি ৪৯ লক্ষ ৮৩ হাজার ২১৭ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

১০টি রাজ্যে টিকাকরণর হার ৬৬.৭৯ শতাংশ। আজ ১৮ থেকে ৪৪ বছর বসয়ী ২ লক্ষ ৪৬ হাজার ২৬৯ জন সুবিধাভোগীকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮ থেকে ৪৪ বছর বয়সী মোট ২০ লক্ষ ৩১ হাজার ৮৫৪ জনকে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।

১৮ থেকে ৪৪ বছর বয়সীদের যে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে তার রাজ্য ভিত্তিক পরিসংখ্যানটি হলো নিম্নরূপ –

 

ক্রমিক সংখ্যা

রাজ্য

মোট

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

৯০৪

অন্ধ্রপ্রদেশ

৫২০

আসাম

৮০,৭৯৬

বিহার

৮৮,৭৪৩

চণ্ডীগড়

ছত্তিশগড়

,০২৬

দিল্লি

,০২,১৫৩

গোয়া

,১২৬

গুজরাট

,৯৪,৭৮৫

১০

হরিয়ানা

,৫৪,৮১১

১১

হিমাচল প্রদেশ

১৪

১২

জম্মু ও কাশ্মীর

২৮,৬৫৮

১৩

ঝাড়খণ্ড

৮২

১৪

কর্ণাটক

৮০,৭৮২

১৫

কেরালা

২০৯

১৬

লাদাখ

৮৬

১৭

মধ্যপ্রদেশ

২৯,৩২২

১৮

মহারাষ্ট্র

,৩৬,৩০২

১৯

মেঘালয়

২০

নাগাল্যান্ড

২১

ওড়িশা

৪২,৯৭৯

২২

পুদুচেরি

২৩

পাঞ্জাব

,৫৩১

২৪

রাজস্থান

,১৬,৭৬৭

২৫

তামিলমাড়ু

১৪,১৫৩

২৬

তেলেঙ্গানা

৫০০

২৭

ত্রিপুরা

২৮

উত্তরপ্রদেশ

,১৮,০০৮

২৯

উত্তরাখণ্ড

২১

৩০

পশ্চিমবঙ্গ

,৫৬৭

 

মোট

২০,৩১,৮৫৪

গত ২৪ ঘণ্টায় ৬.৮ লক্ষেরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণ অভিযানে ১১৪ তম দিনে মোট ৬ লক্ষ ৮৯ হাজার ৬৫২ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬৮৫টি টিকাকরণ পর্বের মাধ্যমে ৪ লক্ষ ৫ হাজার ৩২৫ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ২ লক্ষ ৮৪ হাজার ৩২৭ জন সুবিধাভোগীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

এপর্যন্ত ভারতে মোট করোনা থেকে আরোগ্য লাভ করেছন ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২ জন। জাতীয় সুস্থতার হার ৮২.৩৯ শতাংশ। ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন সুস্থ হয়েছেন। ১০টি রাজ্যে সুস্থতার হার ৭৪.৩৮ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। গত ২৪ ঘণ্টায় ১০টি রাজ্যে সংক্রমণের হার ৭৩.৯১ শতাংশ। মহারাষ্ট্রে একদিনে ৪৮ হাজার ৪০১ জন আক্রান্ত হয়েছেন। কর্ণাটকে ৪৭ হাজার ৯৩০ এবং কেরালায় ৮০১ জন একদিনে করোনা আক্রান্ত হয়েছেন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭ –এ পৌঁছেছে। সক্রিয় রোগীর হার ১৬.৫৩ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.০৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। এর মধ্যে মহারাষ্ট্রে ৫৭২ এবং কর্ণাটকে ৪৯০ জনের মৃত্যু হয়েছে। দমন ও দিউ, দাদরা ও নগরহাভেলি, অরুণাচল প্রদেশ – এই তিনটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

CG/SS/SKD


 



(Release ID: 1717427) Visitor Counter : 202


Read this release in: English