সারওরসায়নমন্ত্রক
চলতি বছরের ১৬ মে পর্যন্ত সারা দেশে পর্যাপ্ত রেমডেসিভির বরাদ্দ সুনিশ্চিত করা হয়েছে – শ্রী ডি ভি সদানন্দ গৌড়া
Posted On:
07 MAY 2021 6:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ মে, ২০২১
প্রতিটি রাজ্যে রেমডেসিভির প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এবং এর পর্যাপ্ত উপস্থিতি সুনিশ্চিত করতে ১৬ মে পর্যন্ত এই ওষুধের বরাদ্দের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী সদানন্দ গৌড়া । এরফলে সারা দেশে রেমডেসিভির সরবরাহ সুনিশ্চিত হবে এবং এই অতিমারি পরিস্থিতিতে কোনো রোগী সমস্যার মুখোমুখি হবেন না । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ফার্মাসিউটিক্যাল দফতর সমস্ত রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে, রেমডেসিভির ওষুধের বরাদ্দের বিষয়ে ধারাবাহিক পরিকল্পনা করা হয়ছে । এরজন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক ও ফার্মাসিউটিক্যাল যৌথভাবে প্রস্তুতি গ্রহণ করেছে ।
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দকৃত এই ওষুধ যাতে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ঠিক মতো পৌঁছোয় তার জন্য সংশ্লিষ্ট সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে যথাযথ নজরদারি চালাতে বলা হয়েছে । সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে বিপণন সংস্থাগুলি থেকে পর্যাপ্ত পরিমাণের ওষুধ কেনার পরামর্শ দেওয়া হয়েছে । যদি তারা ইতিমধ্যেই এই ওষুধ না কিনে থাকে তবে সংশ্লিষ্ট ওষুধ সংস্থার সমন্বয়কারী আধিকারিকের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে ।
SC/SS/RAB
(Release ID: 1716877)
Visitor Counter : 243