স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোভিড – ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যে সাহায্য এসেছে, কেন্দ্র সেগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বন্টন করছে

Posted On: 06 MAY 2021 11:12AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ই মে, ২০২১

দেশে বিগত কয়েক সপ্তাহে কোভিড – ১৯ সংক্রমণ অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর উপর প্রভাব পড়েছে। সংক্রমিতদের মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমান।
বসুধৈব কুটুম্বকম ভাবনায় সারা বিশ্ব আন্তর্জাতিক কোভিড মহামারির বিরুদ্ধে ভারতের যৌথ লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বের নানা দেশ থেকে ২৭শে এপ্রিলের পর কেন্দ্রীয় সরকার, কোভিড – ১৯ এর জন্য আন্তর্জাতিক সহায়তা হিসেবে চিকিৎসা সামগ্রী পেয়েছে। এপর্যন্ত পাওয়া সাহায্যগুলি বিভিন্ন রাজ্য প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া এখনও চলছে। সঙ্কটের এই সময়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্যোগকে শক্তিশালী করতে এই সাহায্য সকলের মধ্যে বন্টন করা হয়েছে।
অন্যদিকে, দেশে কোভিড – ১৯ এর টিকাকরণ অভিযান চলছে। আজ পর্যন্ত ১৬,২৫,১৩,৩৩৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে এখন তৃতীয় পর্যায়ের টিকাকরণ চলছে। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯,০৪,২৬৩ জন।
যারা আজ পর্যন্ত টিকা পেয়েছেন, তাদের মধ্যে ৯৪,৮০,৭৩৯ জন স্বাস্থ্যকর্মী টিকার প্রথম ডোজ এবং ৬৩,৫৪,১১৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের মধ্যে ১,৩৬,৫৭,৯২২ জন প্রথম ডোজ এবং ৭৪,২৫,৫৯২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ষাটোর্ধ নাগরিকদের মধ্যে ৫,৩১,১৬,৯০১ জন প্রথম ডোজ এবং ১,২৯,১৫,৩৫৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ৪৫ – ৬০ বছর বয়সী নাগরিকদের মধ্যে ৫,৩৮,১৫,০২৬ জন প্রথম ডোজ এবং ৪৮,৪৩,৪২৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে ৬৬.৮৭ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। গত ২৪ ঘন্টায় ১৯,৫৫,৭৩৩ জন টিকা পেয়েছেন।
ভারতে, আজকের হিসেব অনুযায়ী মোট ১,৭২,৮০,৮৪৪ জন আরোগ্য লাভ করেছেন। জাতীয় সুস্থতার হার ৮১.৯৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৩,২৯,১১৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে ৭৪.৭১ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। এপ্রিলের প্রথম সপ্তাহে ৫৩,৮১৬ জন সুস্থ হয়ে উঠেছিলেন। সেখানে এপ্রিলের শেষ সপ্তাহে কোভিড মুক্ত হয়েছেন, ৩,১৩,৪২৪ জন।
গত ২৪ ঘন্টায় ৪,১২,২৬২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। নতুন সংক্রমিতদের মধ্যে ৭২.১৯ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। এই রাজ্যগুলি হল – মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান। নতুন করে মহারাষ্ট্রে ৫৭,৬৪০ জন, কর্ণাটকে ৫০,১১২ জন ও কেরালায় ৪১, ৯৫৩ জন সংক্রমিত হয়েছেন।
দেশে এই মুহুর্তে ৩৫,৬৬,৩৯৮ জন সংক্রমিত চিকিৎসাধীন। অর্থাৎ এপর্যন্ত মোট সংক্রমিতের মধ্যে ১৬.৯২ শতাংশ সংক্রমিতের চিকিৎসা চলছে। ১২টি রাজ্যে সংক্রমিত চিকিৎসাধীনের মধ্যে ৮১.০৫ শতাংশ মানুষ বাস করেন।
দেশে সংক্রমিতদের মৃত্যুর হার কমে হয়েছে ১.০৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৩,৯৮০ জন মারা গেছেন। এদের মধ্যে ৭৫.৫৫ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে ৯২০ জন, উত্তরপ্রদেশে ৩৫৩ জন নতুন করে মারা গেছেন।
৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় মৃত্যুর কোনো খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলঃ- দাদরা – নগর হাভেলী – দমন - দিউ, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ, লাদাখ ও মিজোরাম।

SDG/CB/SFS


(Release ID: 1716694) Visitor Counter : 217


Read this release in: English