পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি হাসপাতালে ১০০টি পিএসএ চিকিৎসা অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট প্রতিস্থাপন করবে

Posted On: 06 MAY 2021 11:05AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ মে, ২০২১

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আওতাধীন তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এই সময়ে দেশের প্রয়োজনে মেডিকেল চিকিৎসা অক্সিজেনের চাহিদা পূরণে আন্তরিকভাবে প্রয়াস চালাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের নির্দেশে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সারা দেশে জনস্বাস্থ্যের সুবিধার্থে প্রায় ১০০টি প্রেসার সুইং অ্যাবর্স্পশন (পিএসএ) চিকিৎসা অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট স্থাপন করবে। উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, গোয়া, কেরালা, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং দিল্লিতে এই প্ল্যান্টগুলি স্থাপন করা হবে। এই প্ল্যান্ট প্রতিস্থাপনের জন্য পুরো খরচ সংস্থাগুলির সিএসআর তহবিল থেকে বহন করা হবে।
এই পিএসএ প্ল্যান্টগুলি থেকে হাসপাতালে ২০০-৫০০ শয্যায় অক্সিজেন পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই প্ল্যান্টগুলি স্থাপনের ক্ষেত্রে ডিআরডিও এবং সিএসআইআর প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। এই প্ল্যান্টে তৈরি হওয়া অক্সিজেন সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সরবরাহ করা হবে।

SDG/SS/SKD


(Release ID: 1716691) Visitor Counter : 217


Read this release in: English