স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত সর্বশেষ তথ্য – ১১০তম দিন

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৬.২৪ কোটি ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ১৮-৪৪ বছর বয়সী ২.৩০ লক্ষের বেশি ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে

১৮.৯ লক্ষের বেশি ব্যক্তির গত ২৪ ঘন্টায় টিকাকরণ

Posted On: 05 MAY 2021 3:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ মে, ২০২১

 

কোভিড-১৯ টিকাকরণ অভিযানের সম্প্রসারিত তৃতীয় পর্যায়ে আজ সন্ধে ৮টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৮ লক্ষ ৯০ হাজারের বেশি ব্যক্তির টিকাকরণ হয়েছে। গত পয়লা মে থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হয়। যোগ্য ব্যক্তিদের টিকার জন্য নাম নথিভুক্তিকরণ গত ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। এদিকে, সারা দেশে কোভিড-১৯ টিকাকরণ ১৬ কোটি ২৪ লক্ষ ৩০ হাজার ৮২৮। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ১৮ থেকে ৪৪ বছর বয়সী ২ লক্ষ ৩০ হাজার ৩০৫ জন ব্যক্তির টিকাকরণের পাশাপাশি মোট ৯ লক্ষ ২ হাজার ৭৭১ জনকে টিকা দেওয়া হয়েছে।
দেশে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের আওতায় আজ পর্যন্ত ১৬ কোটি ২৪ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। এরমধ্যে ৯৪ লক্ষ ৭৯ হাজার ৯০১ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬৩ লক্ষ ৫২ হাজার ৯৭৫ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৩৬ লক্ষ ৪৯ হাজার ৬৬১ জন কর্মী প্রথম ডোজ এবং ৭৪ লক্ষ ১২ হাজার ৮৮৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫ থেকে ৬০ বছর বয়সী ৫ কোটি ৩৭ লক্ষ ৯৫ হাজার ২৭২ জন প্রথম ডোজ এবং ৪৮ লক্ষ ২৯ হাজার ৯১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একই ভাবে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ৩১ লক্ষ ৯ হাজার ৬৪ জন প্রথম ডোজ এবং ১ কোটি ২৮ লক্ষ ৯৯ হাজার ২৪৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
টিকাকরণ অভিযানের ১১০ তম দিনে (৫ মে) ১৮ লক্ষ ৯০ হাজার ৩৪৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে, ৮ লক্ষ ৬৬ হাজার ৪২৩ জন প্রথম ডোজ এবং ১০ লক্ষ ২৩ হাজার ৯২৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রদেয় টিকার ডোজ সম্পর্কিত চূড়ান্ত তথ্য আজ মধ্যরাত্রীর পর সম্পূর্ণ হবে।

 

SC/BD/AS



(Release ID: 1716490) Visitor Counter : 166


Read this release in: English