নির্বাচনকমিশন

সংবাদ মাধ্যমের কাজে কোনো রকমের প্রতিবন্ধকতা রাখা উচিৎ নয় বলে সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন মনে করে

Posted On: 05 MAY 2021 6:48PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৫ মে, ২০২১

ভারতের নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের সঙ্গে তার সাম্প্রতিক সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করেছে। কমিশন এ বিষয়ে এক শ্রেণীর সংবাদপত্রের প্রতিবেদনও খুঁটিয়ে দেখেছে। কমিশন সবসময় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা ভালোভাবে যাচাই করতে চায়।
সংবাদ মাধ্যমের ভূমিকার প্রসঙ্গে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে মুক্ত সংবাদ মাধ্যমের জন্য তারা দায়বদ্ধ। সার্বিকভাবে এবং আলাদাভাবে প্রত্যেক সদস্য মনে করে অতীতে এবং বর্তমান সময় প্রতিটি নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সংবাদ মাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করেছে। এর ফলে দেশে নির্বাচিত গণতন্ত্র শক্তিশালী হয়। নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে সংবাদ মাধ্যমের কাজের ওপর কোনো রকমের নিষেধাজ্ঞার জন্য তারা সুপ্রিম কোর্টে আবেদন করবেন না। কমিশন নির্দিষ্টভাবে নির্বাচন ব্যবস্থাপনায় সংবাদ মাধ্যমের সক্রিয় ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। সমস্ত প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় তথ্য স্বচ্ছভাবে জানানো- নির্বাচনী প্রচার, ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট গণনা পর্যন্ত পুরো নির্বাচনী প্রক্রিয়া এর ফলে স্বচ্ছতা বজায় থাকে। নির্বাচন কমিশন তাই মনে করে সংবাদ মাধ্যম তাদের স্বাভাবিক সঙ্গী এবং এই সম্পর্ক অব্যাহত থাকবে।

SC/CB/NS


(Release ID: 1716316) Visitor Counter : 232


Read this release in: English