আয়ুষ

আয়ুষ ৬৪র কার্যকারিতা সম্বন্ধে রাষ্ট্রীয় আর্য়ুবেদ বিদ্যাপীঠ একটি ওয়েবিনারের আয়োজন করেছে

Posted On: 05 MAY 2021 6:39PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৫ মে, ২০২১

আয়ুষ মন্ত্রকের অধীনস্থ স্বায়ত্ব শাসিত সংস্থা রাষ্ট্রীয় আর্য়ুবেদ বিদ্যাপীঠ ‘কোভিড-১৯এর মোকাবিলায় আয়ুষ ৬৪- কিছু গুরুত্বপূর্ণ তথ্য’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করেছে।
আয়ুষ মন্ত্রক সম্প্রতি আয়ুষ ৬৪র কোভিড-১৯ সংক্রমণের কিছু কিছু ক্ষেত্রে কার্যকারিতা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। উপসর্গহীন মৃদু এবং মাঝারি উপসর্গের ক্ষেত্রে আয়ুষ ৬৪ রোগ নিরাময়ে সাহায্য করছে। দেশজুড়ে কোভিডের ফলে উদ্ভুত পরিস্থিতে বাড়িতে থেকে রোগের চিকিৎসা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আয়ুষ ৬৪ বেশকিছু ভেষজ উপদান দিয়ে তৈরি করা হয়। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পর কোভিড-১৯ সংক্রমণে হালকা বা মাঝারি উপসর্গ এবং উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে এটি যথেষ্ট কার্যকর। সংক্রমিতর উপর আয়ুষ ৬৪ প্রয়োগে হাসপাতালেও কম সময় থাকতে হয়।
রাষ্ট্রীয় আর্য়ুবেদ বিদ্যাপীঠ এই প্রেক্ষিতে ওয়েবিনারটির আয়োজন করেছে। কোভিড-১৯ ব্যবস্থাপনার জন্য মানুষের মধ্যে সঠিক বার্তা ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য।
বিশেষজ্ঞরা আয়ুষ ৬৪র উপকারিতা সম্পর্কে এই অনুষ্ঠানে জানাবেন। নতুন দিল্লীর সেন্ট্রাল আর্য়ুবেদ রিসার্চ ইন্সটিটিউটের নির্দেশক ডঃ ভারতী এখানে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানটি আয়ুষ মন্ত্রকের ইউটিউব এবং ফেসবুক পেজ https://www.facebook.com/moayush/ দেখা যাবে।

SC/CB /NS


(Release ID: 1716311) Visitor Counter : 136


Read this release in: English