বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

জৈব প্রযুক্তি বিভাগের উদ্যোগে "সার্স কোভ-১৯-এর জিন বিন্যাস" নিয়ে গণ ওয়েবিনারের ব্যবস্থা

Posted On: 24 APR 2021 4:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ এপ্রিল, ২০২১

ব্রিটেন সহ বিশ্বের আরও কিছু দেশে সার্স কোভ-টু এর রূপান্তর গুলির ক্রমবর্ধমান  তাই ভারত সরকার একটি জিনোমিক কনসোর্টিয়াম তৈরি করেছে। গত বছরের ডিসেম্বরে এটি তৈরি হয়। জৈব প্রযুক্তি বিভাগের দশটি পরীক্ষাগার, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিচার্জ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সার্স কোভ- ১৯' র জিনের বিন্যাস গুলির নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে চলেছে। এর ক্লিনিক্যাল দিক গুলি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন রাজ্য থেকে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা এনসিডিসি। এ বিষয়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা করেছে দিল্লির ইনস্টিটিউট অফ জিনোমিক্স এন্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি এবং পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল জিনোমিক্স।
ভারত সহ বিভিন্ন দেশ জুড়ে দাপিয়ে বেড়ানো সার্স কোভ-১৯-এর জিনের বিন্যাস ও তার প্রেক্ষাপট নিয়ে জৈব প্রযুক্তি বিভাগ ২৩ এপ্রিল একটি গণ ওয়েবিনারের ব্যবস্থা করে। এর উদ্দেশ্য জিনের বিন্যাস নিয়ে বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা।
জৈব প্রযুক্তি বিভাগের উপদেষ্টা বিজ্ঞানী ডাক্তার সুচেতা নিনাভে ওয়েবিনারে অংশগ্রহণকারী  সকলকে স্বাগত জানান। তিনি সার্স কোভ-১৯-এর জিনের বিন্যাস নিয়ে সংক্ষিপ্ত
বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, এই ওয়েবিনারের লক্ষ্য সার্স কোভ- টু' র বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা।
জৈব প্রযুক্তি বিভাগের সচিব ডক্টর রেনু স্বরূপ তাঁর বক্তব্যে জিনের বিন্যাসের বিষয়টিকে সহজভাবে তুলে ধরেন। এর সঙ্গে জনস্বাস্থ্যের বিভিন্ন দিকের সামঞ্জস্য নিয়ে আলোচনা করেন। ডিপার্টমেন্ট অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ,
ডিএসআইআর,এর সচিব ডক্টর শেখর সি মান্ডে উদ্বোধনী ভাষণে মিউটেশন এবং ভাইরাসের স্ট্রেইন সম্পর্কে ব্যাখ্যা করেন।
কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল জিনোমিক্স-এর অধিকর্তা ডক্টর সৌমিত্র দাস জিনের বিন্যাস নিয়ে আলোচনা করতে গিয়ে স্পাইক জিনের পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেন।
এদিনের ওয়েবিনার ১৮০০'র বেশি দর্শক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে দেখেন।

CG/SB...

 


(Release ID: 1713774) Visitor Counter : 319


Read this release in: English