অর্থমন্ত্রক

স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে গত ৩১ মার্চ পর্যন্ত ৪,৬০৮ কোটি টাকা অনুদান গ্রামাঞ্চলীয় স্বশাসিত সংস্থাগুলি ২,৬৬০ কোটি টাকা এবং শহরাঞ্চলীয় স্বশাসিত সংস্থাগুলি ১,৯৪৮ কোটি টাকা পেয়েছে ২০২০-২১-এ গ্রামাঞ্চলীয় স্বশাসিত সংস্থাগুলিকে ৬০,৭৫০ কোটি টাকা এবং শহরাঞ্চলীয় স্বশাসিত সংস্থাগুলিকে ২৬,৭১০ কোটি টাকা দেওয়া হয়েছে

Posted On: 02 APR 2021 10:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ এপ্রিল, ২০২১

স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে অনুদান সহায়তা হিসেবে অর্থ মন্ত্রকের ব্যয়বরাদ্দ দপ্তর গত বুধবার ৪,৬০৮ কোটি টাকা দিয়েছে। গ্রামাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থা এবং শহরাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থা উভয়ের জন্যই অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে। মোট প্রদেয় অনুদান অর্থের ২,৬৬০ কোটি টাকা গ্রামাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলি এবং ১,৯৪৮ কোটি টাকা শহরাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির জন্য বরাদ্দ করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে এই অনুদান।
২০২০-২১ অর্থবর্ষে অর্থ মন্ত্রক স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির উন্নয়নমূলক কাজকর্মে ২৮টি রাজ্য মোট ৮৭,৪৬০ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে ৬০,৭৫০ কোটি টাকা দেওয়া হয়েছে গ্রামাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে এবং অবশিষ্ট ২৬,৭১০ কোটি টাকা দেওয়া হয়েছে শহরাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির জন্য।
গ্রামাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে প্রদেয় অর্থ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার ক্ষেত্রে খরচ করা যাবে। এই ত্রিস্তরীয় ব্যবস্থায় গ্রাম, ব্লক ও জেলাগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রামাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির জন্য বরাদ্দকৃত অনুদান আংশিক ভিত্তিতে বা সামগ্রিকভাবে দেওয়া হয়ে থাকে। এই অর্থ গ্রামাঞ্চলীয় স্বশাসিত সংস্থাগুলি নির্দিষ্ট অঞ্চলভিত্তিক উন্নয়নের কাজে খরচ করতে পারে। অন্যদিকে, ‘টায়েড গ্র্যান্ট’ বা সামগ্রিক অনুদান হিসেবে যে অর্থ দেওয়া হয় তা প্রকাশ্য স্থানে শৌচকর্ম বন্ধ, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ এবং জলসম্পদের পুনর্ব্যবহারের মতো ক্ষেত্রে ব্যবহার করা যায়। ২০২০-২১ অর্থবর্ষে গ্রামাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে মৌলিক অনুদান হিসেবে ৩২,৭৪২ কোটি ৫০ লক্ষ টাকা এবং সামগ্রিকভাবে গ্রামাঞ্চলীয় স্বশাসিত সংস্থাগুলিকে ২৮,০০৭ কোটি ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
শহরাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে দুটি পৃথক বিভাগে অনুদানের অর্থ মঞ্জুর করা হয়। ১০ লক্ষের বেশি জনসংখ্যাবিশিষ্ট শহরগুলি এবং ১০ লক্ষের কম জনসংখ্যাবিশিষ্ট শহরগুলির ক্ষেত্রে এই অর্থ ব্যবহার করা হয়। মন্ত্রক ২০২০-২১ অর্থবর্ষে ১০ লক্ষের বেশি জনসংখ্যাবিশিষ্ট শহরগুলির স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে ৮,৩৫৭ কোটি টাকা এবং ১০ লক্ষের কম জনসংখ্যাবিশিষ্ট শহরগুলির স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে ১৮,৩৫৪ কোটি টাকা দিয়েছে। উল্লেখ করা যেতে পারে গত বুধবার ১০ লক্ষের বেশি জনসংখ্যাবিশিষ্ট শহরগুলির স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে ১,৮২৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ শহর-কেন্দ্রিক এবং নির্দিষ্ট এলাকাভিত্তিক বায়ুর গুণমান বজায় রাখার কাজে ব্যবহার করা যায়। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক শহরগুলির বায়ুর গুণমান বজায় রাখার ক্ষেত্রে নজরদারি করে থাকে।
স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিকে বরাদ্দকৃত অনুদানের অর্থ সংশ্লিষ্ট রাজ্যকে ১০টি কাজের দিনের মধ্যেই হস্তান্তরিত করতে হয়। এক্ষেত্রে যদি কোনও বিলম্ব ঘটে তাহলে সুদ সহ প্রাপ্য অর্থ মেটানোর দায় সংশ্লিষ্ট রাজ্য সরকারের।

CG/BD/DM/…


(Release ID: 1709261) Visitor Counter : 234


Read this release in: English