ভূ-বিজ্ঞানমন্ত্রক
ভারতের উত্তর-পূর্ব ভাগে ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অতি বৃষ্টির পূর্বাভাস
Posted On:
29 MAR 2021 12:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মার্চ, ২০২১
বঙ্গোপসাগরের দক্ষিণ- পশ্চিমে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু স্থানে ২৯ মার্চ থেকে কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির পরিমাণ সর্বাধিক হবে ৩০ এবং ৩১ মার্চ। বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হবে ২৯ মার্চ এবং ১ এপ্রিল।বিশেষত উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামে এই ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি, আগামী ১ এপ্রিল অরুণাচল প্রদেশ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, দক্ষিণ আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত কয়েকটি স্থানে ভূমিধস এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আসাম ও মেঘালয়ে ২৯ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় সম্ভাবনা রয়েছে।বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণ আসামে। এছাড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ২৯ মার্চ ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এইসব রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে ঝড়ো বাতাস এবং জলপ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ এপ্রিল আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশে ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বেশ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
***
CG/ SB
(Release ID: 1708288)
Visitor Counter : 208