সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

দিল্লী থেকে দেহরাদুন পর্যন্ত নতুন করিডরের ফলে যাতাযাতের সময় আড়াই ঘন্টা কম হবে

Posted On: 11 FEB 2021 7:25PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১২  ফেব্রুয়ারি, ২০২১

                   

      দিল্লী-সাহারানপুর-দেহরাদুন অর্থনৈতিক করিডরের কাজ দ্রুত গতিতে চলছে। এর ফলে দিল্লী থেকে দেহরাদুনের দূরত্ব ২৩৫ কিলোমিটারের পরিবর্তে ২১০ কিলোমিটার হবে। দিল্লী থেকে দেহরাদুন সাড়ে ৬ ঘন্টার বদলে আড়াই ঘন্টায় পৌঁছানো যাবে। দেশের মধ্যে এই প্রথম কোনও মহাসড়কে বন্য প্রাণীদের রক্ষার জন্য ১২ কিলোমিটার লম্বা উড়ালপুল তৈরি করা হবে।

      এই মহাসড়ক দিয়ে ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে গাড়ি চলাচল করবে। ২৫ থেকে ৩০ কিলোমিটার অন্তর যাত্রী সাচ্ছন্দ্যের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এর ফলে উত্তরাখন্ডের পর্যটন শিল্পের বিকাশ হবে। দিল্লীর কাছে অক্ষরধাম থেকে দেহরাদুন পর্যন্ত এই সড়কটি কোথাও ৪ লেন কোথাও ৬ লেন চওড়া হবে।

***

 

 

CG/CB /NS



(Release ID: 1697359) Visitor Counter : 115


Read this release in: English , Hindi