অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

আসামে উড়ান ৪.০-র প্রথম পর্যায়ে ২৪টি রুট চিহ্নিত করা হয়েছে

Posted On: 04 FEB 2021 5:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২১
 
উড়ান প্রকল্পের আওতায় প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ করা হয়েছে।
 
১) চাহিদা অনুযায়ী উড়ান  চলাচল করবে।
২) উড়ান ভাড়া যাত্রীদের সাধ্যের মধ্যে হবে।
৩) নির্বাচিত এয়ারলাইন অপারেটরদের মধ্যে উড়ান চলাচলের ক্ষেত্রে ব্যবধান থাকবে।
৪) এসএওএস- এর মাধ্যমে উড়ানের ন্যূনতম কর্মদক্ষতা বজায় রাখার চেষ্টা।
৫) উড়ান রুটে অপারেশন কে বাদ দেওয়া
৬) পাহাড়াঞ্চল এবং দ্বীপপুঞ্জ গুলিতে উড়ান চলাচলে গুরুত্ব দেওয়া।
 
এই প্রকল্পের অধীনে বিমান পরিচালনা করার জন্য বাছাই করা এয়ারলাইন অপারেটরদের ক্ষেত্রে একটি তহবিল গঠন করা হয়েছে। এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এজন্য ৭৯,৬০,৬৮০ টাকা মঞ্জুর করেছে।
 
এই উড়ান প্রকল্পে আসামের যে সমস্ত স্থানে বিমানবন্দর করার জন্য চিহ্নিত করা হয়েছে সেগুলি হচ্ছে, জোরহাট, লিলাবাড়ি, তেজপুর ও ওরুপসি। হেলিকপ্টার চালানোর জন্য চিহ্নিত করা হয়েছে তিনটি স্থানকে। এগুলো হচ্ছে নওগাঁও, মিশা এবং জেলেকি। এর পাশাপাশি জল এয়ারোডম হবে গুয়াহাটি রিভার ফ্রন্ট এবং ওমরাংস রিজার্ভার অঞ্চলে।
 
এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমান চলাচলের জন্য প্রথম পর্যায়ে আসামের ২৪ টি রুটকে চিহ্নিত করেছে।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1695303) Visitor Counter : 93


Read this release in: English , Urdu , Manipuri , Tamil