প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় তটরক্ষী বাহিনীর কর্মীদের জন্য রাষ্ট্রপতি,তটরক্ষক পদক ঘোষনা করেছেন

Posted On: 25 JAN 2021 9:43PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৫শে জানুয়ারি, ২০২১



রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২০২১ সালের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিম্নে উল্লিখিত ভারতীয় তটরক্ষী বাহিনীর কর্মীদের বিশেষ ও প্রশংসনীয় সেবা এবং বীরত্বের জন্য "রাষ্ট্রপতি তটরক্ষক পদক(পিটিএম)"এবং "তটরক্ষক পদক(টিএম)" এ সম্মানিত করেছেন।

ক.রাষ্ট্রপতি তটরক্ষক পদক(বিশেষ সেবা)
১.আইজি দেব রাজ শর্মা,টিএম(৫০১৫-ভি)
২.আইজি অরুণ শ্রীবাস্তব,টিএম(৪০২৫-ভি)

খ. তটরক্ষক পদক(বীরত্ব)
১.ডিআইজি অনুরাগ কৌশিক(০৪২৮-ভি)
২.প্রতাপ নারায়ণ,পি/এডিএইচ(এমই),০২৪৩৩-এল
৩. যদুরাজ যাদব,পি/এডিএইচ(এমই),০২৪৯৭-জেড
৪.রবি কুমার,ইউ/এনভিকে(এমই),১৩১০৪-এম

গ.তটরক্ষক পদক(প্রশংসনীয় সেবা)
১.ডিআইজি কৈলাশ নেগি(০৩১১-ই)
২.সোম লাল,পি/এডিএইচ(আরপি),০০৮২৬-এইচ
১৯৯০ সালের ২৬ শে জানুয়ারি থেকে প্রতি বছর সাধারণতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে ভারতীয় তটরক্ষী বাহিনীর কর্মীদের এই পদক দিয়ে সম্মানিত করা হয়।

***

 


CG/PPM



(Release ID: 1692435) Visitor Counter : 145