Prime Minister's Office

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোভিড – ১৯ এর বিরুদ্ধে লড়াই


ভারতকে বিশ্বের ঔষধালয় করে তুলতে অনুপ্রাণিত করলেন মোদী

प्रविष्टि तिथि: 29 NOV 2020 9:30PM by PIB Kolkata

কলকাতা, ২৯শে নভেম্বর, ২০২০

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত করোনা টিকার বিষয়টিকে কেবল সুস্বাস্থ্যের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ মনে করে না, বরং বিশ্ব কল্যানের দিক থেকেও বিবেচনা করে। আমেদাবাদের জাইডস বায়োটেক পার্ক, হায়দ্রাবাদে ভারত বায়োটেক এবং পুণের সীরাম ইনস্টিটিউটে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে সমবেত লড়াইয়ে প্রতিবেশী দেশগুলি সহ অন্যান্য দেশকে সাহায্য করা ভারতের কর্তব্য। দেশে করোনা টিকার উদ্ভাবনে অগ্রগতি ও উৎপাদন প্রক্রিয়ার সরেজমিনে খতিয়ে দেখতে শ্রী মোদী ঐ তিনটি শহরের গবেষণা প্রতিষ্ঠানগুলিতে সফর করেন। শ্রী মোদী, বিজ্ঞানীদের মনোবল তুঙ্গে রাখতে তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে টিকা উদ্ভাবনের যাত্রাপথে গুরুত্বপূর্ণ সময়ে বিজ্ঞানীদের উদ্যোগ আরো জোরদার করার পক্ষে সবরকম সাহায্যের আশ্বাস দেন। তিনি জোর দিয়ে বলেন, ভারত, টিকার গবেষণায় কেবল বিশ্বকেই নেতৃত্ব দিচ্ছে না, সেই সঙ্গে টিকা উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত বিশ্বের ঔষাধালয় হয়ে উঠেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী জানান, আগামী মাসের ৪ তারিখ ১০০টি দেশের রাষ্ট্রদূতরা পুণের সীরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং জেননোভা বায়োফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান সফর করবেন। 

 

আমেদাবাদের জাইডাস বায়োটেক পার্ক এবং হায়দ্রাবাদের ভারত বায়োটেক টিকা প্রতিষ্ঠান ২টি কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে টিকা উদ্ভাবনের কাজে যুক্ত রয়েছে। অন্যদিকে পুণের সীরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, বিশ্বে কোটি কোটি মানুষের সুরক্ষায় লক্ষ লক্ষ টিকা উৎপাদন করবে। 

 

প্রধানমন্ত্রী গত ২৯শে জানুয়ারী মন্ত্রিসভার বৈঠকে প্রথমবার কোভিড – ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করে বিষয়টির গুরুত্ব সম্পর্কে সভার সদস্যদের অবগত করেন। সে সময় ভারতে করোনা আক্রান্তের একটিও ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের যাবতীয় প্রয়াস বৈজ্ঞানিক ভিত্তিতে পরিচালিত হবে বলেও সুস্পষ্টভাবে জানিয়ে দেন। তিনি গত মার্চ থেকে প্রতি সকালে করোনা সংক্রান্ত ভারতের বিভিন্ন পরিসংখ্যানের ওপর ব্যক্তিগতভাবে নজর রেখে আসছেন। মন্ত্রিসভার প্রতিটি বৈঠকে কোভিড পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে তাঁদের নিজ নিজ এলাকায় পরিস্থিতির মূল্যায়নের নির্দেশও দেন শ্রী মোদী।   

***

 

CG/BD/SFS


(रिलीज़ आईडी: 1677076) आगंतुक पटल : 179