পর্যটনমন্ত্রক
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেখো আপনা দেশ সিরিজের ৫৮তম পর্বে ‘গান্ধী, আমেদাবাদ এবং লবন অভিযান’এর ওপর ওয়েবিনারের আয়োজন করেছে
Posted On:
04 OCT 2020 12:39PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৪ অক্টোবর, ২০২০
চলতি বছরে পর্যটন মন্ত্রক জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ওয়েবভিত্তিক একাধিক আলোচনাসভার আয়োজন করেছে। এর মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একাধিক ওয়েবিনারের মাধ্যমে গান্ধীজির দর্শন ও শিক্ষার বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। পয়লা অক্টোবর থেকে এই ধরণের ওয়েবিনার আয়োজিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসেবে মন্ত্রকের পক্ষ থেকে শনিবার ‘গান্ধী, আমেদাবাদ এবং লবন অভিযান’ বিষয়ের ওপর আলোচনার সভার আয়োজন করা হয় ।
দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের এই ৫৮তম পর্বে গান্ধীজির আমেদাবাদে অবস্থান এবং লবন অভিযানের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর গান্ধীজি শ্রী গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে সারা ভারত পরিদর্শন করেন এবং তারপর তিনি আগামীদিনে স্বাধীনতা আন্দোলেন অংশ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। গান্ধীজি আমেদাবাদে পৌঁছান এবং সেখানে তিনি ১৯৩০ সালের ১২ই মার্চ পর্যন্ত ছিলেন। এই স্থান থেকেই তিনি ৬ই এপ্রিল সকালে তৎকালীন লবন আইন লঙ্ঘন করে বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেন। শেষ পর্যন্ত ৫ই মে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পুনেতে নিয়ে যাওয়া হয়।
এদিনের ওয়েবিনারটি উপস্থাপন করেন গুজরাট পর্যটন মন্ত্রকের কার্যনির্বাহী অধিকর্তা এবং কমিশনার শ্রী জেনু দেওয়ান এবং ডান্ডি পথ হেরিটেজ ম্যানেজমেন্ট সেন্টারের উপদেষ্টা তথা সদস্য সচিব শ্রী দেবাশীষ নায়েক। এই ওয়েবিনারে উপস্থিত ছিলেন ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্ট রিসোর্স সেন্টার, গুজরাট বিদ্যাপীঠের অধিকর্তারা।
ওয়েবিনারের শুরুতে শ্রী দেওয়ান মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত গুজরাতের ঐতিহাসিক স্থানগুলি সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন গুজরাত সরকার গান্ধীজির আদর্শে যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে তুলতে তাঁর বিভিন্ন কর্মকান্ড তুলে ধরার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে। আধ্যাত্মিক লাইভ কনসার্ট, ভিডিও শো-র মাধ্যমে ডান্ডি অভিযান- এর মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে।
আমেদাবাদে থাকাকালীন গান্ধীজি যেভাবে মানুষের সমর্থন পেয়েছিলেন সেই বিষয়টিকে ওয়েবিনারে তুলে ধরেন শ্রী নায়েক। অনুষ্ঠানে বক্তারা এও জানান যে কিভাবে গান্ধীজি সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র কিভাবে গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন সেকথাও তুলে ধরা হয়। গুজরাত সরকার গান্ধীজির স্বাধীনতা সংগ্রামের যাত্রাপথের স্মরণে আম, বটবৃক্ষের মতো কয়েকটি গাছ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় দেশের সমৃদ্ধশালী ঐতিহ্যকে তুলে ধরতে দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে। এই সিরিজগুলি এখন পর্যটন মন্ত্রকের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured এ দেখতে পাওয়া যাবে। এছাড়াও মন্ত্রকের অন্যান্য সামাজিক মাধ্যমেও এই ওয়েবিনার সিরিজগুলি দেখতে পাওয়া যাবে।
আগামী ১০ই অক্টোবর সকাল ১১টায় ‘জুয়েল অফ বিদর্ভ’ শীর্ষক পরবর্তী ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
CG/SS/NS
(Release ID: 1661567)
Visitor Counter : 380