মানবসম্পদবিকাশমন্ত্রক

সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কোভিড -১৯ এর প্রভাবে মানসিক- সামাজিক উপলব্ধির মূল্যায়ন নিয়ে প্রশ্নাবলী তৈরি করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল বুক ট্রাস্ট

Posted On: 02 APR 2020 8:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ এপ্রিল, ২০২০

 

 


কোভিড -১৯ জেরে লকডাউন এর ফলে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মানসিক সামাজিক প্রভাব ও তার থেকে পরিত্রানের উপায়  নিয়ে গবেষকদের একটি দল ও পরামর্শদাতাদের মতামত নিয়ে ন্যাশনাল বুক ট্রাস্ট ৭টি বুকলেট তৈরি করেছে। এই বুকলেটে ইংরেজি ও হিন্দিতে সাতটি বিভাগে প্রশ্নাবলী তৈরি করা হয়েছে। পাঠকরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা  অন লাইনে https://nbtindia.gov.in/home__92__on-line-questionnaire-for-nbt-study.nbt. জানাতে পারবেন।
 

 


CG/SS



(Release ID: 1610473) Visitor Counter : 67


Read this release in: English