রাষ্ট্রপতিরসচিবালয়

আগামীকাল রাষ্ট্রপতি সমস্ত রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের সঙ্গে কোভিড-১৯ এর প্রভাব নিয়ে আলোচনা করবেন

Posted On: 02 APR 2020 7:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ এপ্রিল, ২০২০

 

 

আগামীকাল (০৩ এপ্রিল, ২০২০) রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দ, উপরাষ্ট্রপতি, শ্রী ভেঙ্কাইয়া নাইডুকে সঙ্গে নিয়ে কোভিড-১৯ সংক্রমণের ফলে উদ্ভূত সংকট নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় রাজ্য পর্যায়ে সমস্ত প্রচেষ্টাকে উৎসাহ জোগাতে দেশের সকল রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর এবং সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন

 

এটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজ্যপাল/লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসকদের সঙ্গে এই জাতীয় দ্বিতীয় ভিডিও কনফারেন্স। এর আগে ২৭মার্চ, ২০২০ তারিখে প্রথম ভিডিও কনফারেন্সে, ১৪জন রাজ্যপাল এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তাদের রাজ্যের অভিজ্ঞতা বিনিময় করে নিয়েছিলেন অন্যান্য রাজ্যপাল/লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসকরা আগামীকাল তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন

 

ভিডিও কনফারেন্সেরর এজেন্ডায় রাজ্যগুলিতে কোভিড-১৯ সংক্রমনের পরিস্থিতি, দরিদ্র শ্রেণির দিকে বিশেষ লক্ষ্য রেখে, নভেল করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে রেড ক্রস এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের ভূমিকা, নাগরিক সমাজ, স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এবং বেসরকারী ক্ষেত্রের ভূমিকা নিয়ে আলোচনা এবং উৎসাহ প্রদান করা হবে

 

 

CG/SB



(Release ID: 1610452) Visitor Counter : 108


Read this release in: English