তথ্যওসম্প্রচারমন্ত্রক

কোভিড-১৯ সম্পর্কিত প্রকৃত সত্য যাচাই ইউনিটের কাজ শুরু

Posted On: 02 APR 2020 3:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ এপ্রিল, ২০২০

 



কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্তর্গত  প্রেস ইনফরমেশন ব্যুরোতে কোভিড-১৯ সম্পর্কিত প্রকৃত সত্য যাচাই করার জন্য একটি ইউনিট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইউনিটি আজ থেকে কাজ শুরু করেছে। pibfactcheck[at]gmail[dot]com এই ইমেল আইডিতে বার্তা পাঠানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যুত্তর পাওয়া যাবে। কোভিড-১৯ সম্পর্কিত যে কোন সরকারি সংবাদ/ খবর  পাওয়া যাবে এই ইউনিটে।

এই ইউনিটের প্রধান হলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক শ্রী নীতিন ওয়াকানকার ।

 

 


CG/SS


(Release ID: 1610290) Visitor Counter : 134


Read this release in: English