মানবসম্পদবিকাশমন্ত্রক
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিষাঙ্ক কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনগুলিকে কোভিড- ১৯ রোগে আক্রান্ত সন্দেহভাজনদের চিকিৎসায় তাদের ভবনগুলি স্থানীয় প্রশাসনকে অস্থায়ীভাবে ব্যবহার করতে দেবার নির্দেশ দিয়েছেন
प्रविष्टि तिथि:
28 MAR 2020 10:13AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২০
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিষাঙ্ক কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনগুলিকে কোভিড- ১৯ রোগে আক্রান্ত সন্দেহভাজনদের চিকিৎসার জন্য তাদের ভবনগুলি স্থানীয় প্রশাসনকে অস্থায়ীভাবে ব্যবহার করতে দেবার নির্দেশ দিয়েছেন।
এই নির্দেশ পাওয়ার পর কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ,সেনা কর্তৃপক্ষ বা জেলাশাসক অথবা পুলিশের ডেপুটি কমিশনার কিংবা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বা শীর্ষ আধিকারিকের কাছ থেকে এ ধরনের কোনো চিঠি বা ই-ইমেল এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রীয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষ গুলিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত সন্দেহভাজনদের রাখার জন্য অস্থায়ীভাবে ব্যবস্থা করে দেওয়া হবে।
CG/SS
(रिलीज़ आईडी: 1608870)
आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English