প্রধানমন্ত্রীরদপ্তর

আয়ুশ চিকিৎসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

प्रविष्टि तिथि: 28 MAR 2020 4:31PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৮ মার্চ, ২০২০

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়ুশ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আয়ুশ ক্ষেত্রের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে এই ক্ষেত্রের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, আয়ুশের ব্যাপ্তি সারা দেশ জুড়ে। তাই এই ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে তারা কাজ করবেন। সুঅভ্যাস মেনে চলার পরামর্শ দেবেন। বর্তমান এই কঠিন সময়ে দেহকে শক্তিশালী করতে এবং মনের উদ্বেগ দূর করতে আয়ুশ মন্ত্রকের #YogaAtHome প্রচেষ্টার তিনি প্রশংসা করেন।

আয়ুশের মাধ্যমে কোভিড ভাইরাস সংক্রমণের চিকিৎসা করার দাবীর যথার্থতা বিচারের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আয়ুশ বিজ্ঞানী, আইসিএমআর , সিএসআইআর সহ অন্যান্য গবেষণাগারগুলি এই রোগের বিষয়ে যে গবেষণা চালাচ্ছে তা নির্দিষ্ট তথ্য ও প্রমাণ নির্ভর হতে হবে।  তিনি বলেন, এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে দেশে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে আয়ুশ ক্ষেত্রে বেসরকারি চিকিৎসকদের সাহায্যও, সরকার চাইবে।   
আয়ুশ ওষুধ প্রস্তুতকারকদের বর্তমান সময়ে স্যানিটাইজারের মত অত্যাধিক চাহিদা সম্পন্ন জিনিষগুলি তৈরির পরামর্শ দেন প্রধানমন্ত্রী।  এই মহামারীর বিরুদ্ধে লড়াই-এ তিনি আয়ুশ চিকিৎসকদের জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য টেলিমেডিসিনের সাহায্য নিতে পরামর্শ দেন। শ্রী মোদী কোভিডের প্রাদুর্ভাব আটকাতে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টিও  উল্লেখ করেন।

আয়ুশ চিকিৎসকরা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সারা দেশ যে যুদ্ধ চালাচ্ছে তাতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বদানের প্রশংসা করেন।  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাঁরা প্রচলিত নানা রীতির কথা জানান। দেশের এই সংকটের সময় তাঁরা দেশকে সেবা করার জন্য তাঁদের আগ্রহের কথা তুলে ধরেন। এছাড়া লক্ষণ ভিত্তিক চিকিৎসায় তাঁদের গবেষণা সংক্রান্ত তথ্যও মতবিনময়ের সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়।    

সারা বিশ্বকে ভারতের চিরায়ত ওষুধ ও চিকিৎসা পদ্ধতির বিষয়গুলি জানানোর উপর প্রধানমন্ত্রী গুরুত্ব দেন।   আয়ুশ চিকিৎসকরা জনগণকে যে নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়ে থাকেন, তিনি সেই কারণে তাঁদের ধন্যবাদ জানান। শেষে কোভিড-১৯ এর মোকাবিলায় ভারতের যুদ্ধে আয়ুশ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভুমিকার কথাও তিনি উল্লেখ করেন।  

এই মতবিনিময়ের অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী, ক্যাবিনেট সচিব ও আয়ুশ মন্ত্রকের সচিব উপস্থিত ছিলেন। 

 

 

CG/CB


(रिलीज़ आईडी: 1608850) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English