স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের সংযোজিত নির্দেশনামা
Posted On:
28 MAR 2020 2:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ মার্চ ২০২০
ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির চেয়ারপার্সন তাঁর পদাধিকার বলে স্বরাষ্ট্র মন্ত্রকের ২৪ এবং ২৫ তারিখের ৪০-৩/২০২০-ডি এম-আই(এ) –র দুটি নির্দেশনামায় অতিরিক্ত কিছু নির্দেশ যুক্ত করেছেন। বিপর্যয় মোকাবিলা আইন ১০-২(১)–র নির্দেশ অনুযায়ী বর্তমান সংযোজিত নির্দেশনামাটি কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির কতৃপক্ষকে কঠোরভাবে মেনে চলতে হবে।
CG/TG
(Release ID: 1608793)
Visitor Counter : 208