শিল্পওবাণিজ্যমন্ত্রক

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উৎপাদন, এবং সরবরাহের ওপর নজরদারীর জন্য ডিপিআইআইটি-র নিয়ন্ত্রণ কক্ষ

प्रविष्टि तिथि: 26 MAR 2020 2:22PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৬ মার্চ,২০২০

 

 

শিল্প ও বাণিজ্য মন্ত্রকের শিল্প বিকাশ ও অভ্যন্তরীন বাণিজ্য দপ্তর (ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রিজ এন্ড ইন্টারন্যাল ট্রেড- ডিপিআইআইটি) একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল লকডাউন অর্থাৎ  প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা চলার সময়  নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরে রাখা হবে ।এছাড়া এই সময় নির্মাতা, পরিবহন, বন্টন, পাইকারি ও ই-কমার্সএর মত সংশ্লিষ্ট সংস্থাগুলি যে সব সমস্যার সম্মুখীন হবে, সেগুলি দপ্তরের এই নিয়ন্ত্রণ কক্ষে তাঁরা জানাতে পারবেন। এই নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর হল +৯১-১১-২৩০৬-২৪৮৭ । প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে সমস্যা জানানো যাবে। এছাড়া controlroom-dpiit[at]gov[dot]in –এই ইমেল ঠিকানাতেও সমস্যা জানান সম্ভব।  

  ডিপিআইআইটি  সংশ্লিষ্ট রাজ্য সরকার, জেলা ও পুলিশ প্রশাসন সহ অন্যান্য সংগঠনের সঙ্গে  উদ্ভুত সমস্যাগুলি সমাধানের জন্য   প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যোগাযোগ করবে।  

 

 

CG/CB


(रिलीज़ आईडी: 1608304) आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English