স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ক্যাবিনেট সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কোভিড-১৯ সংক্রমণ রুখতে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করলেন
Posted On:
22 MAR 2020 10:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২০
ক্যাবিনেট সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আজ এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যগুলির সচিবদের সঙ্গে কোভিড-১৯ সংক্রমণ রুখতে গৃহীত পদক্ষেপ, প্রস্তুতি এবং বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করেন। বৈঠকে বিগত কয়েকদিন ধরে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে আলোচনা হয়। এই পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যগুলিকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিস্তারিত আলোচনার পর নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে :
· কোভিড-১৯ সংক্রমণের নিশ্চিত প্রমাণ মিলেছে এমন জেলাগুলিতে কেবল অত্যাবশ্যক পরিষেবা চালু রাখার নির্দেশ দিতে পারবে রাজ্য সরকারগুলি। অন্যান্য যাবতীয় কাজকর্ম ও পরিষেবা বন্ধ রাখার ওপর গুরুত্ব দেবে। তবে, হাসপাতাল, টেলিযোগাযোগ, ওষুধ দোকানের মতো জরুরি পরিষেবা চালু থাকবে।
· ওষুধপত্র, টিকা, স্যানিটাইজার, মাস্ক, চিকিৎসা সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সহায়ক পরিষেবা প্রদানে যুক্ত প্রতিষ্ঠান/কারখানাগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে না।
· পরিস্থিতি মূল্যায়ন করে রাজ্য সরকারগুলি অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত বর্তমান তালিকায় সংশোধন বা সংযোজন করতে পারে।
· শহরতলীর রেল পরিষেবা সহ সমস্ত ট্রেন পরিষেবা আগামী ৩১শে মার্চ পর্যন্ত বাতিল থাকছে।
· অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর যোগান অব্যাহত রাখার জন্য পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু থাকবে।
· সমস্ত মেট্রো রেল পরিষেবাও আগামী ৩১শে মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।
· আন্তঃরাজ্য যাত্রী পরিবহণ আগামী ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ থাকছে।
· খুব অল্প সংখ্যায় পরিবহণ পরিষেবা চালু থাকবে।
· এই পদক্ষেপগুলি সাময়িক হলেও ভাইরাস সংক্রমণ শৃঙ্খল প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
· রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে, উপরোক্ত পদক্ষেপগুলি কার্যকর করার সময় যেন সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের হয়রানি কম হয়।
· রাজ্যগুলি সমস্ত শিল্প, কলকারখানা ও প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করবে, তারা যেন কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ এবং পারিশ্রমিক মিটিয়ে দেয়।
· এই মর্মে কেন্দ্রীয় সরকার শ্রম মন্ত্রক ও কর্পোরেট বিষয়ক মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলেছে।
· করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত প্রমাণ মিলেছে, এমন ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা আরও জোরদার করতে রাজ্যগুলিকে বলা হয়েছে।
· রাজ্যগুলিকে কোয়ারেনটাইন সহ চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়টি মূল্যায়ন করে দেখতে বলা হয়েছে, যাতে পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সবরকম ব্যবস্থা নেওয়া যায়। কেবল কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থা সুনির্দিষ্ট করার জন্য রাজ্যগুলিকে বলা হয়েছে।
· প্রতিটি রাজ্যকে সেই সমস্ত হাসপাতালগুলি চিহ্নিত করতে বলা হয়েছে, যেখানে কোভিড-১৯ মোকাবিলা ও চিকিৎসার যাবতীয় উপকরণ রয়েছে।
নিম্নলিখিত জেলাগুলির তালিকা নীচে দেওয়া হ’ল, যেখানে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার নিশ্চিত প্রমাণ মিলেছে -
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল
|
জেলা
|
অন্ধ্রপ্রদেশ
|
প্রকাশম, বিজয়ওয়াড়া এবং ভাইজ্যাক
|
চন্ডীগড়
|
চন্ডীগড়
|
ছত্তিশগড়
|
রাইপুর
|
দিল্লি
|
সেন্ট্রাল, পূর্ব দিল্লি, উত্তর দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পশ্চিম দিল্লি
|
গুজরাট
|
কচ্ছ, রাজকোট, গান্ধীনগর, সুরাট, ভাদোদরা এবং আমেদাবাদ
|
হরিয়ানা
|
ফরিদাবাদ, সোনেপত, পাঞ্চকুলা, পানিপথ এবং গুরুগ্রাম
|
হিমাচল প্রদেশ
|
কাঙড়া
|
জম্মু ও কাশ্মীর
|
শ্রীনগর এবং জম্মু
|
কর্ণাটক
|
ব্যাঙ্গালোর, চিক্কাবাল্লাকুরা, মাইসোর, কোডাগু এবং কালাবুর্গি
|
কেরল
|
আলাপ্পুঝা, এরনাকুলাম, ইদুকি, কান্নুর, কাসারগড, কোট্টায়ম, মাল্লাপুরম, পাঠনমথিত্তা, তিরুবনন্তপুরম এবং ত্রিশুর
|
লাদাখ
|
কারগিল এবং লেহ্
|
মধ্যপ্রদেশ
|
জব্বলপুর
|
মহারাষ্ট্র
|
আহমেদনগর
|
CG/BD/SB
(Release ID: 1607640)
Visitor Counter : 127