নির্বাচনকমিশন
২০২০ এপ্রিলে রাজ্য সভার মেয়াদ উত্তীর্ণ সদস্য পদ পূরণে নির্বাচন
Posted On:
25 FEB 2020 3:12PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
২০২০ এপ্রিলে ১৭টি রাজ্য থেকে ৫৫ জন রাজ্যসভার সদস্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। সেগুলি হল-
ক্রমিক সংখ্যা
|
রাজ্য
|
আসনসংখ্যা
|
মেয়াদ শেষের তারিখ
|
১.
|
মহারাষ্ট্র
|
৭
|
০২.০৪.২০২০
|
২.
|
ওডিশা
|
৪
|
৩.
|
তামিলনাড়ু
|
৬
|
৪.
|
পশ্চিমবঙ্গ
|
৫
|
৫.
|
অন্ধ্রপ্রদেশ
|
৪
|
০৯.০৪.২০২০
|
৬.
|
তেলেঙ্গানা
|
২
|
৭.
|
আসাম
|
৩
|
৮.
|
বিহার
|
৫
|
৯.
|
ছত্তিশগড়
|
২
|
১০.
|
গুজরাট
|
৪
|
১১.
|
হরিয়ানা
|
২
|
১২.
|
হিমাচল প্রদেশ
|
১
|
১৩.
|
ঝাড়খন্ড
|
২
|
১৪.
|
মধ্যপ্রদেশ
|
৩
|
|
১৫.
|
মনিপুর
|
১
|
১৬.
|
রাজস্হান
|
৩
|
১৭.
|
মেঘালয়
|
১
|
১২.০৪.২০২০
|
রাজ্যসভার একাধিক সদস্যপদ পূরণের জন্য নির্বাচন কমিশন যে কর্মসূচি গ্রহণ করেছে, তা নিম্নরূপ-
কর্মসূচি
|
সময়সূচী
|
বিজ্ঞপ্তি জারি
|
৬ মার্চ, ২০২০ (শুক্রবার)
|
মনোনয়ন জমার শেষ তারিখ
|
১৩ মার্চ, ২০২০ (শুক্রবার)
|
মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে
|
১৬ মার্চ, ২০২০ (সোমবার)
|
প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন
|
১৮ মার্চ, ২০২০ (বুধবার)
|
নির্বাচনের দিন
|
২৬ মার্চ, ২০২০ (বৃহস্পতিবার)
|
ভোটদানের সময়
|
সকাল ৯টা থেকে বিকাল ৪টে
|
ভোট গণনা
|
২৬ মার্চ, ২০২০ (বৃহস্পতিবার)বিকেল ৫টা
|
নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার তারিখ
|
৩০ মার্চ, ২০২০ (সোমবার)
|
কমিশন জানিয়েছে ব্যালট পেপারে রিটার্নিং অফিসারের দেওয়া একমাত্র বেগুন রঙের স্কেচ পেন ব্যবহার করা যাবে। কোন পরিস্হিতিতেই অন্য কোন পেন ব্যবহার করা যাবেনা বলে জানিয়েছে কমিশন।
সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন যথাযথ নজরদারির ব্যবস্হা করেছে।
CG/SS/NS
(Release ID: 1604278)
Visitor Counter : 133