কেন্দ্রীয়মন্ত্রিসভা
অনুন্নত এলাকা, সমাজের বঞ্চিত ক্ষেত্র এবং বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্রের উন্নয়নে নতুন প্রকল্পের জন্য উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের বরাদ্দকৃত অর্থের ৩০ শতাংশ মঞ্জুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
29 JAN 2020 5:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নিম্নলিখিত বিষয়গুলি অনুমোদিত হয়েছে :
i. ‘উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ প্রকল্পে’র আওতায় ঐ রাজ্যগুলির অনুন্নত এলাকা, সমাজের বঞ্চিত ক্ষেত্র এবং বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্রের উন্নয়নে নতুন প্রকল্পের জন্য উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের বরাদ্দকৃত অর্থের ৩০ শতাংশ মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ রাজ্য এবং ৪০ শতাংশ কেন্দ্রীয় সরকার বহন করবে।
ii. উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের নীতি-নির্দেশিকা সংস্কার করে আরও সহজ করা হয়েছে।
iii. উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের আওতাভুক্ত নয়, এমন রাজ্য-ভিত্তিক স্থানীয় চাহিদামতো প্রকল্পের ক্ষেত্রে ২৫ শতাংশ অর্থ সংশ্লিষ্ট রাজ্য সরকার বহন করবে।
উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ প্রকল্পের আওতাভুক্ত প্রকল্পগুলি উত্তর-পূর্বাঞ্চল রাজ্যের অনুন্নত, প্রান্তিক ও বঞ্চিত শ্রেণীর মানুষদের আর্থ-সামাজিক উন্নতিতে সাহায্য করবে। যত দ্রুত সম্ভব এই প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে।
CG/SS/DM
(Release ID: 1600985)
Visitor Counter : 104