তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫০তম আইএফএফআই-এ আন্তর্জাতিক প্রতিযোগিতা শাখায় জুরি এবং ফিল্মের তালিকা ঘোষিত

Posted On: 18 OCT 2019 3:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০১৯

 

 

 

    ভারতের ৫০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এ  আন্তর্জাতিক জুরির প্রধান হিসেবে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রাক্তন সভাপতি, বিশিষ্ট সিনেমাটোগ্রাফার মি. জন বেইলিকে মনোনিত করা হয়েছে। জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- ফরাসী চলচ্চিত্র নির্মাতা, ২০১৯ কান আন্তর্জাতিক জুরির সদস্য মি. রবিন ক্যাম্পিল্লো, বিখ্যাত চীনা চলচ্চিত্র নির্মাতা মি. ঝ্যাং ইয়াং এবং ব্রিটিশ চলচ্চিত্র ব্যক্তিত্ব মিস লিনে রামসে।

 

    আইএফএফআই-এর সুবর্ণ জয়ন্তীর সংস্করণে ৭০০টি ফিল্মের মধ্যে ২০টি দেশের ১৫টি চলচ্চিত্র, গোল্ডেন পিকক পুরস্কারের প্রতিযোগিতার তালিকায় স্হান পেয়েছে। এগুলি হল- চীনের পেমা সেডেন পরিচালিত বেলুন, তুরস্কের আলি আয়াদিনের ক্রোনোলজি, অস্ট্রিয়ার আন্দ্রেয়াস হোরফাথের লিলিয়ান, ব্রাজিলের ওয়াগনার মৌরার মারিঘেল্লা, নরওয়ে/সুইডেন/ডেনমার্কের হান্স পিটার মোল্যান্ডের আউট স্টিলিং হর্সেস, ফ্রান্স/সুইজারল্যান্ডের ব্লাসে হ্যারিসনের পার্টিক্যালস, স্লোভানিয়ার গ্রেগর বোজিচের স্টোরিজ ফ্রম দ্য চেস্টনাট উডস, ইন্দোনেশিয়া/মালেশিয়া/ফ্রান্সের জোসেফ আঙ্গি নোয়েনের দ্য সায়েন্স অফ ফিকশনস, মঙ্গোলিয়ার এরডেনেবিলেগ গ্যানবোল্ডের স্টিড, হাঙ্গেরির ক্রিস্টোফ ডিকের ক্যাপটিভস, ফিলিপিন্সের বেন রেখির ওয়াচ লিস্ট। দুই মহিলা চলচ্চিত্র নির্মাতা সোফিয়া ডেরাসপের অ্যান্টিগন এবং মাহনজ মোহম্মাদির সন-মাদার প্রতিযোগিতার তালিকায় রয়েছে। যে দুটি ভারতীয় চলচ্চিত্র এই তালিকায় আছে সেগুলি হল- অনন্ত নারায়ন মহাদেবনের মারাঠি ছবি মাই ঘাট  : ক্রাইম নাম্বার ১০৩/২০০৫ এবং লিজো জোস পেলিসারির মালয়ালি ছবি জল্লিকাট্টু

 

 

CG/CB/NS


(Release ID: 1588446) Visitor Counter : 177


Read this release in: English