প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী আজ সকালে জগিং করার সময় মামাল্লাপুরম সমুদ্রতট পরিষ্কার (প্লগিং) করে অনন্য নজির গড়লেন


আবর্জনা এবং ছড়িয়ে থাকা প্লাস্টিক তুলে আশপাশের অঞ্চল পরিষ্কার করার উদ্যোগ

Posted On: 12 OCT 2019 11:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর , ২০১৯

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী , যিনি স্বচ্ছ ভারত গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগী, আজ আরো একবার জাতির প্রতি অনন্য উদাহরণ গড়লেন। তিনি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে প্রত্যেকের যথেষ্ট উদ্যোগী হবার বার্তা দিলেন

প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ সকালে মামাল্লাপুরম সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর সময় ৩০ মিনিটের বেশি সময় ধরে সেখানের আবর্জনা এবং ছড়িয়ে থাকা প্লাস্টিক তোলেন।

পরে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ আজ সকালে মামাল্লাপুরম সমুদ্র সৈকতে প্লগিং করলাম।  তিরিশ মিনিটের বেশি সময় ধরে এই কাজ করলাম। আমার ‘সংগ্রহ’ করা জিনিষ হোটেলের কর্মী জয়রাজের হাতে তুলে দিলাম । আসুন আমরা সর্বসাধারণের জন্য জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এর মাধ্যমে নিশ্চিত করি যেন আমরা সুস্থ সবল থাকি।“ 

 

 

CG/CB



(Release ID: 1587943) Visitor Counter : 113


Read this release in: English