প্রধানমন্ত্রীরঅর্থনৈতিকবিষয়সম্পর্কিতউপদেষ্টাপরিষদ

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের পুনর্গঠন

Posted On: 25 SEP 2019 5:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

 

 

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের পুনর্গঠন করা হয়েছে। আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে এই পর্ষদ কার্যকর হবে। এর মেয়াদ থাকবে দু’বছর। ডঃ বিবেক দেবরায় পর্ষদের চেয়ারম্যান এবং শ্রী রতন পি ওয়াতাল সদস্য সচিব হিসেবে বহাল থাকছেন। এই দু’জন পূর্ণ সময়ের সদস্যের পাশাপাশি ডঃ অসীমা গোয়েল এবং ডঃ সাজ্জিদ চিনয় আংশিক সময়ের সদস্য হিসেবে এই পর্ষদে কাজ করবেন।

 

 

CG/CB/DM



(Release ID: 1586177) Visitor Counter : 147


Read this release in: English